মাগুরায় ছাত্রদল নেতা রাব্বী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী হত্যা মামলায় আরও একজন আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত তাহিদ মোল্যা (৪৫) যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং মামলার ১৩ নম্বর আসামি। তিনি মাগুরা পৌরসভার পারলা এলাকার প্রয়াত বাদল মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাপুর বাজার এলাকা থেকে তাহিদ মোল্যাকে গ্রেফতার করা হয়। তিনি সেখানে একটি ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তাহিদ মোল্যা শুধু রাব্বী হত্যা মামলার আসামিই নন, একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে করা আরেকটি মামলারও আসামি বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) কাজী এহসানুল হক জানান, রাব্বী হত্যাকাণ্ডের পর তাহিদ মোল্যা আত্মগোপনে চলে যান এবং গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৪ আগস্ট মাগুরার ঢাকা রোড পারনান্দুয়ালী ব্রিজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার সময় গুলিতে আহত হন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী। পরে তিনি মারা যান। এরপর ১৩ আগস্ট নিহতের ভাই ইউনুস আলী বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদারসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়।

এর আগে, জানুয়ারি মাসে মামলার ১১ নম্বর আসামি ছাত্রলীগ নেতা রাকিব শিকদার এবং মার্চে ৯ নম্বর আসামি যুবলীগ কর্মী হেদায়েত কোরাইশকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025
img
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ Apr 20, 2025
img
চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ২ হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য Apr 20, 2025
img
নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী Apr 20, 2025