'মিথ্যা' মামলায় গ্রেফতার গণমাধ্যমকর্মী সাকিলের বাবার মুক্তির দাবি
মোজো ডেস্ক 08:47PM, Apr 19, 2025
সাবেক আওয়ামী লীগ নেতার করা ‘মিথ্যা মামলা’য় বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টারের বাবাকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে বাবার বিরুদ্ধে করা মামলা থেকে নাম প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানান ভুক্তভোগীর ছেলে নাহিমুর রহমান সাকিল।
সাকিল বলেন, গত ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় আমার বাবাকে পুলিশ গ্রেফতার করে। বাবার গ্রেফতারের পর আমরা জানতে পারি, হাতিয়ার সাবেক আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলীর ক্যাডার আবুল কালাম আমার বাবাকে একটি মামলায় আসামি করেন। আবুল কালাম ২০১৮ সালের একটি ঘটনাকে টেনে ২০২৪ সালের ৫ আগস্টের পর ১ নভেম্বর আমার বাবাকে ৩৩ জনের মধ্যে ৩২ নম্বর আসামি করে মামলা করেন, যা মিথ্যা ও বানোয়াট। আমরা এতদিন এই মামলার বিষয়ে কিছুই জানতাম না। তাছাড়া আবুল কালাম মামলার মধ্যে আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগও উল্লেখ করতে পারেনি।
তার বাবাকে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমার বাবা অতি সাধারণ জীবনযাপন করেন। এলাকায় আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। সম্প্রতি হাতিয়া বুড়িরচর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান রাফিসহ কয়েকজন নামে-বেনামে আমাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। সে পরিমাণ টাকা আমাদের কাছে নেই। টাকা দিলে তারা মামলা উঠিয়ে নেবে এমন কথা জানায়। এতে বোঝা যায় সুপরিকল্পিতভাবে আমার বাবাকে ফাঁসানো হয়েছে।