খুলনার আড়ংঘাটা থানা এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নুর ইসলাম, তিনি ঝাউতলা এলাকার বাসিন্দা এবং পেশায় ইজিবাইক চালক ছিলেন। তার বাবার নাম ময়ুর উদ্দিন।
তাকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে ফেলে দিয়ে ইজিবাইকটি ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র এমনটি জানিয়েছে পুলিশ।
গত শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো. তুহিন উজ জামান বলেন, ছিনতাইকারীরা নুর ইসলামকে হত্যার পর মরদেহ কুয়েট বাইপাস কাঠমুন্ডু এলাকার চিংড়ির খালে ফেলে রেখে যায়। এলাকাবাসী বস্তা দেখে সন্দেহের বসে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে বস্তা খুলে লাশ দেখার পর এলাকাবাসীকে দেখালে সেটি নুর ইসলামের বলে শনাক্ত করেন এলাকাবাসী।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দড়ি উদ্ধার করে। তবে তার ইজিবাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও ওসি জানান।