হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম আব্দুল হাই। তিনি জারুলিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল হাই (৬০) ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জমিতে কাজ করার সময় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তিনি অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মারা যান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।