যশোরে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলায় পলাতক আসামি হাসান আলী সোহাগ ওরফে ‘ডেঞ্জার সোহাগ’কে আটক করেছে র্যাব-৬।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত সোহাগ দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে ছিলেন। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বলাডাঙা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহাগ একই এলাকার বাসিন্দা শেখ ধলু মিয়ার ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানান, ‘ডেঞ্জার সোহাগ’-এর বিরুদ্ধে একটি হত্যা, একটি ডাকাতি, একটি অস্ত্র, একটি বিস্ফোরক এবং দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
আটকের পর সোহাগকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা।