ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি
মোজো ডেস্ক 01:51PM, Apr 20, 2025
বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
সকালে নগরীর ৩০টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সদর রোডে জড়ো হন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে তারা অভিযোগ করেন, ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপি করে সরকার দলীয় প্রার্থী খোকন সেরনিয়াবাতকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বক্তারা দাবি করেন, প্রকৃত অর্থে ফয়জুল করিম বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।
সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা আদালতের সামনে অবস্থান নেন। সেখানে কিছু সময় অবস্থান করে কর্মসূচি শেষ করেন তারা।
এর আগে ১৭ এপ্রিল বরিশাল সিটি নির্বাচনি ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণার আবেদন জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পেয়েছিলেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ফয়জুল করিম পেয়েছিলেন ৩৩ হাজার ৮২৮ ভোট। ৫৩ হাজার ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।