আদালতে হ্যান্ডকাফ পরানো নিয়ে নালিশ শাহজাহান খানের

আওয়ামী লীগের সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আদালতে হ্যান্ডকাফ পরিয়ে হাজির করায় আপত্তি জানিয়েছেন। রোববার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি বিচারকের কাছে বিষয়টি নিয়ে নালিশ করেন।

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগের ১১ সাবেক মন্ত্রীসহ মোট ১৯ জন অভিযুক্তকে এদিন সকাল ১০টায় প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেলে। অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে ১৮ ফেব্রুয়ারি, জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অভিযোগে সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাদেরকে ২০ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল।

হাজির হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম।

আরআর/এসএন         

Share this news on: