লেবাননে সেনাবাহিনীর গাড়িতে গোলাবারুদ বিস্ফোরণে তিন সেনা নিহত
মোজো ডেস্ক 09:15AM, Apr 21, 2025
দক্ষিণ লেবাননের নাবাতিহ প্রদেশের ব্রাইকেহ এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে গোলাবারুদ বিস্ফোরণে তিন লেবানিজ সেনা নিহত এবং সাতজন আহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) লেবাননের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
বিস্ফোরণটি গোলাবারুদ স্থানান্তরের সময় ঘটেছিল এবং ঘটনাস্থলে কিছু বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু হয়েছে, তবে তারা এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রদান করেনি।
ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লেবাননের সেনাবাহিনী দক্ষিণে তার উপস্থিতি সম্প্রসারণ অব্যাহত রাখার সময় এই বিস্ফোরণটি ঘটে। আন-নাহার দৈনিকের মতে, বিস্ফোরণটি ব্রাইকেহ-ক্সাইবেহ সড়কে ইসরাইলি সামরিক অভিযান থেকে অবশিষ্ট গোলাবারুদ বোঝাই একটি সামরিক গাড়িতে আগুন ধরানোর ফলে ঘটে।
গত বছরের নভেম্বর মাস থেকে ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে লেবানন কর্তৃপক্ষ জানায় যে ইসরাইলের বেশ কয়েকটি যুদ্ধবিরতি লঙ্ঘন ঘটেছে, যার মধ্যে শতাধিক হতাহত হয়েছে।