যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় আগ্রহ পুতিনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত কয়েক বছরে এ ধরনের প্রস্তাব এই প্রথম এসেছে। পশ্চিমা বিশ্বের চাপের মুখে পুতিন এমন ঘোষণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইউক্রেন একটি প্রতিনিধি দল লন্ডনে পাঠাচ্ছে। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠকের ধারাবাহিকতায় বুধবার লন্ডনে এই আলোচনা হবে। সেখানে টেকসই শান্তির পথ খোঁজা হবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

পুতিন রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইস্টার উপলক্ষে ঘোষিত ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হলেও, রাশিয়া এখনো শান্তি আলোচনায় প্রস্তুত। তবে ইউক্রেন এবং রাশিয়া—উভয়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ প্রেসিডেন্ট চান, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা হোক এবং বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে পারস্পরিক সমঝোতা হোক। তিনি বলেন, ‘আলোচনার দরজা খোলা রয়েছে, এখন কিয়েভের সদিচ্ছার প্রয়োজন।’

জেলেনস্কি এ বিষয়ে সরাসরি কিছু না বললেও এক্সে (আগের নাম টুইটার) লিখেছেন, ‘যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলকভাবে এগোচ্ছে। আমাদের লক্ষ্য শর্তহীন যুদ্ধবিরতি ও দীর্ঘস্থায়ী শান্তি।’ তিনি আরও বলেন, যুদ্ধবিরতি হলে আমরাও থামব, হামলা হলে পাল্টা জবাব দেব। কথার চেয়ে কাজ বড়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল ছেড়ে দিতে পারে। তবে ট্রাম্প আশাবাদ জানিয়ে বলেন, এই সপ্তাহেই হয়তো সমঝোতায় পৌঁছানো সম্ভব। যদিও রাশিয়া এখনো ইউক্রেনের দখলকৃত অঞ্চল ফিরিয়ে দিতে রাজি হয়নি। অন্যদিকে ইউক্রেন বলছে—এটি আত্মসমর্পণের নামান্তর এবং ভবিষ্যতে দেশকে অরক্ষিত করে ফেলবে।

এদিকে যুদ্ধবিরতির দিন রবিবার ইউক্রেনে বোমা হামলার সতর্কতা না থাকলেও ৩ হাজারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলছে, ইউক্রেনীয় বাহিনী তাদের অবস্থানে ৪৪৪ বার হামলা চালিয়েছে এবং ৯০০’র বেশি ড্রোন হামলা হয়েছে।
তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
উপদেষ্টা পরিষদের বৈঠকে পারমাণবিক নিরাপত্তা চুক্তির প্রস্তাব অনুমোদন Jul 03, 2025
img
পিআর পদ্ধতিতে ভোট হলে স্থানীয় পর্যায়ে নেতা ও নেতৃত্ব তৈরি হবে না : রিজভী Jul 03, 2025
img
রাজবাড়ীতে চাঁদা না পেয়ে বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম Jul 03, 2025
img
যাত্রাবাড়ীর হত্যা মামলায় শরীয়তপুরের সাবেক মেয়র গ্রেফতার Jul 03, 2025
যে ১টা কারণে আপনি ধরা খেতে পারেন Jul 03, 2025
img
তাবেলা সিজার হত্যা মামলার রায়: তিন আসামির যাবজ্জীবন, খালাস ৪ Jul 03, 2025
ফর্মহীন লিটন দাস ! ৮ ইনিংসে মাত্র ১৩ রান, কেন এমন অবস্থা? Jul 03, 2025
বলিউডে অভিষেক শানায়ার, ছবির ট্রেইলার দেখে আবেগাপ্লুত বাবা সঞ্জয় কাপুর Jul 03, 2025
বাতিল প্রতীকী ব্ল্যাকআউট, বহাল থাকবে বাকি আয়োজন Jul 03, 2025
যুদ্ধ নয়, শান্তির পথে বিশ্বের নিরপেক্ষ ১২টি দেশ Jul 03, 2025
শাপলা পেতে ‘মরিয়া’ নাগরিক ঐক্য, আশাবাদী এনসিপিও Jul 03, 2025
ভ্যাপসা গরমে জাবি ছাত্রদলের মানবিক সাড়া Jul 03, 2025
img
জামায়াতের সঙ্গে জোট হয়নি, পিআর পদ্ধতি চায় গণঅধিকার Jul 03, 2025
প্রতারণা করে কোটি টাকা লো'পা'ট;ফুডপান্ডার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা! Jul 03, 2025
img
বাংলা নাটকে দর্শকপ্রিয়তার শীর্ষে যে ছয়জন অভিনেত্রী Jul 03, 2025
‘আশুরা’ উপলক্ষে যেসব নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে ডিএমপি Jul 03, 2025
img
কর্মচারীদের বিক্ষোভের মুখে দাবি মেনে নিল এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ Jul 03, 2025
img
জুলাই সনদ: মুক্তিযুদ্ধকে সবার উপরে রেখে ‘রাজনৈতিক দলিল’ হিসেবে চায় বিএনপি Jul 03, 2025
img
অনন্যাকে কষ্ট দিয়ে সারার সঙ্গে নতুন সম্পর্কের কথা বললেন আদিত্য Jul 03, 2025
img
লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে শাকিবের সিনেমা দেখেন অভিনেতা আরশ খান Jul 03, 2025