পশ্চিমবঙ্গের বাগুইআটির দেশবন্ধুনগর এলাকায় একটি পরিত্যক্ত কালো ট্রলিব্যাগ থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে এলাকার বাসিন্দারা একটি নালায় ফেলে রাখা ট্রলিব্যাগ দেখতে পান। ব্যাগটি ঘিরে সন্দেহ তৈরি হলে তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যাগ খুলে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর মুখে বাদামি রঙের টেপ লাগানো ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তাকে খুন করে অন্য কোথাও থেকে দেহটি এনে এখানে ফেলে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তরুণীর পরিচয় জানা যায়নি।
মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
বাগুইআটির এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিয়েছে সাম্প্রতিক কুমোরটুলির ট্রলিব্যাগ কাণ্ডকে। সেখানেও এক নারীর টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছিল ট্রলিব্যাগ থেকে। পরে তদন্তে উঠে আসে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মা ও মেয়ে মিলে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
এফপি/টিএ