চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের

যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে সোমবার সন্ধ্যা থেকে এসএসসি দফতরের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আর্জি জানান। বলেন, “কেন গরমে বসে আছেন? আপনারা স্কুলে যান। নিশ্চিন্তে ক্লাস করুন। বেতন নিয়ে ভাবতে হবে না। যারা আপনাদের উস্কানি দিচ্ছে, তারা টাকা দেবে না। সরকার আপনাদের বেতন দেবে।”

প্রয়োজনে রাজ্য আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সুপ্রিম কোর্টে আপনাদের চাকরি গিয়েছিল। টাকা বন্ধ হয়েছিল। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। আপনারা মাইনে পাবেন। আর গ্রুপ সি আর ডি যেটা বাতিল হয়েছে, আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দরকার হলে আবার রিভিউ করব। এটুকু বিশ্বাস আমাদের করতে পারেন। যারা চাকরি ফিরিয়ে দিয়েছে, তাদের উপর ভরসা রাখুন। যারা চাকরি কেড়ে নিচ্ছে, তাদের উপর ভরসা রাখবেন না।”

এই সূত্রের বিরোধীদের নিশানা করেছেন মমতা। তিনি বলেন, “বাংলায় কয়েকটা লোক বসে আছে, চাকরি খাওয়ার জন্য। জনগণের কাজ করে না। কেবল কোর্টে গিয়ে পিল (পিআইএল বা জনস্বার্থ মামলা) করে। এর জন্য কোর্ট দায়ী নয়। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে।”

বিরোধীদের একহাত নিয়ে মুখ্যমন্ত্রীর সংযোজন, “আবার হাই কোর্টে একটা কেস করে বসে আছে। প্রাথমিকে ৩৫ হাজার চাকরি বাতিল করতে হবে। মানুষের চাকরিগুলো কাড়ার আগে তার পরিবার আছে, সন্তান আছে, এগুলো ভাবা দরকার।”

‘যোগ্য-অযোগ্যদের’ তালিকা প্রকাশ করার দাবিতে চাকরিহারাদের অবস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “গত কাল সন্ধ্যা থেকে অন্তত ১০ বার কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম।” চাকরিহারাদের একাংশের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, “কেউ কেউ অনড় রয়েছেন যে, ‘যোগ্য’ এবং ‘অযোগ্যদের’ তালিকা প্রকাশ করতে হবে। কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? কে যোগ্য আর কে অযোগ্য তো আপনার দেখার দরকার নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। কোর্ট আছে। কোর্ট কী বলেছে আমরা দেখব। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কি না, দেখা দরকার। বেতন পাচ্ছেন কি না, দেখা দরকার।”

বিজেপিকে আক্রমণ শানিয়ে চাকরিহারাদের মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে ৬৯ হাজার লোকের চাকরি গিয়েছিল। বিজেপি সরকার থাকাকালীন। কেউ ফিরে পায়নি। আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই তো আদালতে গিয়ে আপনাদের হয়ে লড়াই করেছি।”

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দীপু মনি ও পলকের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর Apr 22, 2025
img
‘ফেরেশতা বসালেও ভালো নির্বাচন সম্ভব নয়’ — ইসিকে জবাবদিহিতার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির Apr 22, 2025
img
বিদেশ বিলাসে সাদিয়া আয়মান Apr 22, 2025
img
৪ ঘণ্টার সংঘর্ষ শেষে সায়েন্সল্যাবে পরিস্থিতি স্বাভাবিক Apr 22, 2025
পরিবেশ নিয়ে নবীজির সুন্নত Apr 22, 2025
হযরত ফাতেমা রাঃ এর কষ্টে ভরা জীবন কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন Apr 22, 2025
img
নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা দশে নাহিদা, ক্যারিয়ার সেরা অবস্থানে শারমিন ও মারুফা Apr 22, 2025
img
উইজডেনের বর্ষসেরা বুমরাহ, সঙ্গী আরও এক ভারতীয় Apr 22, 2025
img
কালবৈশাখীর তাণ্ডব, বন্ধ আবাহনী-কিংস ফাইনাল Apr 22, 2025
img
৬৫ হাজার টাকার চশমা! বিধায়কের বিল দেখে হতবাক মমতা, খরচে টানলেন লাগাম Apr 22, 2025