৬৫ হাজার টাকার চশমা! বিধায়কের বিল দেখে হতবাক মমতা, খরচে টানলেন লাগাম
মোজো ডেস্ক 04:28PM, Apr 22, 2025
পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে অংশ নিতে গিয়ে স্পিকারের কক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই মুর্শিদাবাদ জেলার এক তৃণমূল বিধায়কের চশমা বানানোর খরচের বিল পেশ হয় স্পিকারের টেবিলে। কৌতূহলবশত মুখ্যমন্ত্রী জানতে চান বিলের পরিমাণ—জানতে পেরে রীতিমতো বিস্মিত হন তিনি। ওই বিধায়ক নতুন চশমার জন্য জমা দিয়েছেন ৬৫ হাজার টাকার বিল!
ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী ও স্পিকারের মধ্যে বিধায়কদের চিকিৎসা সংক্রান্ত খরচের সীমা নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে কোনও বিধায়কের চশমার বিল ৫ হাজার টাকার বেশি হলে তা অনুমোদন করা হবে না। একইসঙ্গে হাসপাতালে ভর্তি হলে বেড ভাড়াও দৈনিক সর্বোচ্চ ৮ হাজার টাকায় সীমাবদ্ধ থাকবে।
বিধানসভার সচিবালয় এরইমধ্যে নির্দেশনা কার্যকরের উদ্যোগ নিয়েছে। কারণ, আগেও বেশ কয়েকটি 'অসঙ্গতিপূর্ণ' বা 'বিলাসবহুল' মেডিক্যাল বিল ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যেমন—২০২৩ সালে উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক কন্যার জন্মের জন্য ৬ লক্ষ টাকার মেডিক্যাল বিল জমা দিয়েছিলেন। আবার মমতার আগের মন্ত্রিসভার সদস্য সাবিত্রী মিত্র চশমা ও ওষুধ বাবদ ৯৯ হাজার টাকার বিল পেশ করেছিলেন, যা পরবর্তীতে বিতর্কে পড়ে তিনি প্রত্যাহার করেন।
এমনকি বাম আমলেও একই ধরনের ঘটনা ঘটেছে। কেরলের মতো রাজ্যেও অতিমূল্যবান চশমা কেনার ঘটনায় বিতর্ক হয়েছে। তবে পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবার স্পষ্ট করে দিয়েছেন—চোখের চশমার জন্য সরকারি অর্থে অতিরিক্ত খরচ আর চলবে না।