ছাত্র-জনতার আন্দোলনে একজন শহীদের কলেজে পড়া মেয়ে আত্মহত্যা করেছে। গতকাল রাতে আত্মহত্যার চেষ্টা করে সে। পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ১৮ মার্চ পটুয়াখালীর দুমকী উপজেলায় ওই কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনার পরদিন সাকিব মুন্সী নামের অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাকিব জামিন পাওয়ার সংবাদে মর্মাহত হয়ে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা স্বজনদের। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, গত ১৮ মার্চ মেয়েটি তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশে রওনা হয়। পথে সাকিব ও সিফাত তাকে অনুসরণ করতে থাকে।
এক পর্যায়ে তারা মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের ছবি তুলে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী দুজনের নাম উল্লেখ করে দুমকী থানায় মামলা করেছিল।
এফপি/টিএ