ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ভাড়ালিয়া এলাকায় হাসান হত্যা মামলার ৩ আসামিকে বরিশাল জরলার ভোলা ও ঝালকাঠি হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতাররা হলেন- আসামি মো. আজাদ হোসেন (২৬), মো. সাঈদ হোসেন সানজিন (২৩) এবং মো. আপন (২৫)। গ্রেফতার আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় র্যাব-১০ এর মিডিয়া সেলের মাধ্যমে সহকারী পরিচালক (মিডিয়া-র্যাব-১০) অধিনায়কের পক্ষে শামীম হাসান সরদার (সহকারী পুলিশ সুপার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৩ এপ্রিল রাত ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার ভাড়ালিয়া এলাকায় নিহত মো. হাসানের (২৬) সঙ্গে পাওনা টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি মো. আজাদ হোসেন, মো. সাঈদ হোসেন সানজিন ও মো. আপন ভিকটিমকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে।
এতে হাসান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে হাসান চিকিৎসারত অবস্থায় মারা যায়।
উক্ত ঘটনায় নিহত হাসানের বাবা মো. হালিম (৫৩) বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামিরা আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৮ এর সহযোগীতায় ভোলা সদর পৌরসভার চরনোয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে হাসান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. আজাদ হোসেন, মো. সাঈদ হোসেন সানজিন এবং দুপুর অনুমান সাড়ে ১২টার দিকে ঝালকাঠি সদর থানার উত্তর মানপাশা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় অপর আসামি মো. আপনকে গ্রেফতার করে।
শনিবার রাতে গ্রেফতারকৃত আসামিদের কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে র্যাব-১০ জানায়।
আরএম/এসএন