কুমিল্লায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে পৃথক সংঘর্ষে আহত ২১

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) লাকসাম উপজেলার আজগরা এবং মনোহরগঞ্জের বাইশগাঁও ও নাথেরপেটুয়া ইউনিয়নে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে লাকসামের আজগরা হাজি আলতাফ আলী হাই স্কুল ও কলেজ মাঠে উপজেলার আজগরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলকে ঘিরে কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈতী কালাম) ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোরুল আজিমের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

এক পর্যায়ে দুপক্ষের অনুসারী কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের অনুসারী স্থানীয় যুবদল ও ছাত্রদলের অন্তত ৬ নেতাকর্মী আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের মাঝেই ওয়ার্ড কমিটি ঘোষণা হয়।

লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম জানান, শনিবার আজগরা স্কুল ও কলেজ মাঠে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল চলছিল। ঠিক তখন বাহিরে প্রার্থীর সমর্থন নিয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও সামান্য হাতাহাতি হয়। পরে দায়িত্বশীলদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এতে কাউন্সিলে কোনো সমস্যা হয়নি।

অন্যদিকে একইদিন সকালে মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কাউন্সিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুরুতর আহত হন। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বাইশগাঁও ও আশপাশের এলাকার দলের উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, শনিবার সকালে মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সভাপতি পদে বিএনপি নেতা সুলতান আহমেদ এবং হোসাইন মোহাম্মদ হেলাল প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট প্রদান ও সমর্থন নিয়ে সুলতান ও হেলালের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় সংঘর্ষে সুলতানের অনুসারী এক কর্মী এবং হেলালের অনুসারী তিন কর্মী গুরুতর আহত হন।

বাইশগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সুমন পাটোয়ারী বলেন, কমিটি ঘোষণা শেষে হঠাৎ সুলতান ও হেলালের অনুসারী কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পাল্টাপাল্টি সংঘর্ষে চার নেতাকর্মী আহত হন। নিজেদের মধ্যে এমন সংঘর্ষ, হানাহানি অত্যন্ত দুঃখজনক।

অপরদিকে একই উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি স্কুল মাঠে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলেও আবুল কালাম ও আনোরুল আজিমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

নাথেরপেটুয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. হারুনুর রশিদ জানান, শনিবার সকালে স্থানীয় কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাথেরপেটুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল অনুষ্ঠান শুরু হয়। হঠাৎ দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে জেলার নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করে কাউন্সিল অসমাপ্ত রেখেই স্থান ত্যাগ করেন।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়াতে জনস্পর্শী প্রচারণায় জোর তথ্যসচিবের Dec 03, 2025
img
কোর্টের ঘাড়ে বন্দুক রেখে ইসিকে বাধ্য করার ষড়যন্ত্র চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী Dec 03, 2025
img
টলিউডে প্রথমবার মিমি-সোহমের ট্যাঙ্গো নাচ Dec 03, 2025
img
ইমরান খানকে নিয়ে দুশ্চিন্তায় মুনমুন সেন Dec 03, 2025
img
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা Dec 03, 2025
img
হঠাৎ পোশাক জটিলতায় শুটিং সেটে নিরুপায় স্বরা ভাস্কর Dec 03, 2025
img
হরিদ্বারে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন, কান্নায় ভেঙে পড়লেন ববি দেওল! Dec 03, 2025
img
স্ত্রীর ৩০ ঘণ্টা প্রসব যন্ত্রণা দেখে দৃষ্টিভঙ্গির বদলে গেল অভিনেতা বিক্রান্তের Dec 03, 2025
img
তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ক্যাব সভাপতি Dec 03, 2025
যে কারণে গুমের ব্যবহার করেছিলেন হাসিনা! Dec 03, 2025
কল্কি ২৮৯৮ এডি’ তে দীপিকার পরিবর্তে প্রিয়াংকা? Dec 03, 2025
প্রিয়াংকা–নিকের প্রেমকাহিনি পূর্ণ হলো সাত বছরে Dec 03, 2025
ক্যাম্প ন্যুতে দুর্দান্ত প্রত্যাবর্তনে আতলেতিকো কে হারালো বার্সেলোনা Dec 03, 2025
img
ছেলেকে নিয়ে গাড়ির শোরুমে চিত্রনায়িকা বুবলী Dec 03, 2025
বেগম জিয়াকে দেখতে এসে যা বললেন চরমোনাই পীর Dec 03, 2025
img
চলমান ও নির্ধারিত পরীক্ষা দ্রুত শুরু করার দাবি ডাকসুর Dec 03, 2025
চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, তবুও কাটেনি শঙ্কা Dec 03, 2025
img
নির্বাচনের কার্যক্রম স্থগিতের রিট নিয়ে নাহিদের প্রতিক্রিয়া Dec 03, 2025
img
ট্যাক্স ছাড়া কয়টি মোবাইল ফোন আনা যাবে, জানাল সরকার Dec 03, 2025
img

'রাষ্ট্রের ৯ হাজার কোটি টাকার ক্ষতি'

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা Dec 03, 2025