টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক হেলাল উদ্দিন (৫৫) টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মধুপুর থেকে ধনবাড়ী যাওয়ার পথে অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে অটোরিকশাচালক হেলাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। আহত একমাত্র যাত্রীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
মধুপুর থানার ডিউটি অফিসার আরও জানান, নিহত অটোরিকশাচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।