ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারাকে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নোটিশদাতাদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।

এর আগে, গত ২৪ এপ্রিল ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন এবং প্রচার সামগ্রী বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়। একই নোটিশে ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরের নাম উল্লেখ করে ব্যবস্থা নিতে বলা হয়েছিল, যা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

পরে সংশোধিত নোটিশে জানানো হয়, ঘটনাচক্রে ডা. তাসনিম জারার নাম রেফারেন্স হিসেবে এসেছে এবং এ নিয়ে অনেকে অনলাইনে অতিরঞ্জিত প্রচার চালাচ্ছেন, যা অনাকাঙ্ক্ষিত।

নোটিশ প্রত্যাহারের বিষয়ে ব্যারিস্টার পল্লব বলেন, ‘সম্প্রতি ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করে বক্তব্য দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, তার ছবি ও ভিডিও ব্যবহার করে বহু ভুয়া ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল খুলে প্রতারণা করা হচ্ছে, যা তার নিজস্ব আইডি বা চ্যানেল নয়। তিনি দায়িত্বশীলভাবে কাজ করে চলেছেন।’

তিনি আরও জানান, ডা. তাসনিম জারার বক্তব্যে সন্তুষ্ট হয়ে নোটিশদাতারা তাঁর নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে ডা. জাহাঙ্গীর কবিরের নাম নিয়েও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।


এসএস/এসএন

Share this news on: