দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতাল থেকে জীবন রায় (১৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২৭ এপ্রিল) এ ঘটনাটি ঘটে।
জীবন রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নতুনহাট এলাকার ভৈরব রায়ের ছেলে এবং নিজপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সবার অগোচরে আজ রবিবার সকালে নিজ শয়নকক্ষে ফাঁস দেয় জীবন রায়।
পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স হতে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।