হিজলায় বজ্রপাতে নারীর মৃত্যু

বরিশালের হিজলায় বজ্রপাতে তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার একতা খেয়াঘাটে এ ঘটনা ঘটে বলে হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন। মৃত ইয়া নুর বেগম (৩০) উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়নের মান্দ্রা চরকুশরিয়া গ্রামের হাবিব মাঝির ছেলে।

হিজলা থানার ওসি বলেন, স্বামী ও সন্তানকে নিয়ে বরিশাল থেকে একতা খেয়াঘাট এলাকায় আসে। এ সময় বজ্রপাতে ইয়ানুরের মৃত্যু হয়েছে। তবে স্বামী ও সন্তান অক্ষত রয়েছেন।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার পরিবারকে সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।

এমআর/টিএ


Share this news on: