ইউআইইউ বন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ প্রকাশ

সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) বন্ধের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। তারা জানিয়েছেন, এমন সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান ও সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীনের সই করা যৌথ বিবৃতিতে এমন উদ্বেগ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করছি, শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ও যৌক্তিক দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে উপস্থাপনের মাধ্যমে সমাধান করা সম্ভব। কোনো কারণে যৌক্তিক সমাধান না হলে অংশীজন প্রতিষ্ঠান এবং রেগুলেটরি কর্তৃপক্ষ– বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করার সুযোগ রয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট এবং শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়া কখনোই কাম্য নয়।

তারা বলেন, আমাদের মনে রাখতে হবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষাব্যয় অভিভাবকদের কষ্টার্জিত অর্থের ওপর নির্ভরশীল। এখানে সময়ের মূল্য অপরিসীম। নির্ধারিত সময়ের মধ্যে ডিগ্রি অর্জনের লক্ষ্যে নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে যোগ্যতা অর্জন অপরিহার্য। না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয়।

এসব ঘটনায় সতর্কতা জরুরি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, দেশবিদেশে আমাদের ক্যাম্পাস ও শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধের সুনাম সুপ্রতিষ্ঠিত। যেকোনো ক্যাম্পাসকেন্দ্রিক ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন, শিক্ষার পরিবেশ বিনষ্ট, শিক্ষা কার্যক্রম বন্ধ কিংবা প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা এড়াতে সতর্কতা অত্যন্ত জরুরি। একইসঙ্গে অধ্যবসায়, শিক্ষকদের মর্যাদা রক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আশা প্রকাশ করে, উদ্ভূত সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধান করা সম্ভব হবে। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সহনশীল, আইনানুগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়েছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের Apr 29, 2025
img
আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন?- শবনম ফারিয়ার Apr 29, 2025
img
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর দাবি ফ্রিল্যান্সারদের Apr 29, 2025
img
বিস্ফোরণে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে প্রাণ গেলো ২৬ জনের Apr 29, 2025
img
পুতুলের ফ্ল্যাট জব্দ, দেখাশুনার জন্য রিসিভার নিয়োগ Apr 29, 2025
img
আমি কী করব, কিভাবে বাঁচব, তা একমাত্র আমিই ঠিক করি : বাঁধন Apr 29, 2025
img
শেখ হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ Apr 29, 2025
দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা Apr 29, 2025
img
লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানাল জাতিসংঘ Apr 29, 2025
img
গ্যালাক্সি এ০৬ উন্মোচন করল স্যামসাং Apr 29, 2025