সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ব্রিজের নিচ থেকে মজিদ (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে পথচারীরা ওই মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মৃত মজিদ সিরাজগঞ্জের কাজিপুর থানার কাজিপুর গ্রামের মৃত মনছেরের ছেলে।
পথচারীরা জানান, সকালে আশুলিয়ার বাইপাইল ব্রিজের নিচে নালায় ওই ব্যক্তির মরদেহ ভাসছিল। পরে পথচারীরা ওই ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন বা হত্যার আলামত পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার শেষে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে বলে জানান তিনি।
আরএ/এসএন