বরিশাল-কুয়াকাটা মহাসড়কে আড়াই ঘণ্টা অবরোধ

রিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারকে অপসারণ ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে এবং এর আগে তারা মহাসড়কে মশাল মিছিল করে। তবে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে রাত পৌনে ১১টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বৈরাচারী কায়দায় তাদের দমন করতে চাইছে। তারা অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহাল এবং তাদের বিরুদ্ধে করা সাধারণ ডায়েরি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

একই সঙ্গে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের জন্য ববি উপাচার্য শুচিতা শরমিনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত তাদের ধারাবাহিক আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও প্রশাসন তাদের দমনের চেষ্টা করছে, যা অতীতেও সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা স্পষ্ট জানান। জনভোগান্তির কথা বিবেচনা করে আড়াই ঘণ্টা পর সড়ক ছেড়ে দেওয়ার কথাও জানান আন্দোলনকারীরা।

এদিকে, বাসযাত্রীরা মহাসড়ক অবরোধের কারণে চরম ভোগান্তির শিকার হন।

উল্লেখ্য, ববির শিক্ষার পরিবেশ নষ্টসহ অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগে আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে সোমবার থানায় সাধারণ ডায়েরি করেন সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে. এম. সানোয়ার পারভেজ লিটন।

এর আগে শিক্ষার্থীরা রেজিস্ট্রার মনিরুল ইসলামের অপসারণ ও অধ্যাপক ড. মুহসিন উদ্দিনের পুনর্বহালের দাবিতে আন্দোলন করে এবং রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহসহ তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

আরএ/টিএ

Share this news on: