ফরিদপুরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধের প্রাণ গেল

ফরিদপুরের ভাঙ্গায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. খবির উদ্দিন মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে ভাঙ্গা থানা পুলিশ ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারের একটি ভবনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত মালিগ্রাম বাজারের ‘আকন ভবন’ নামক একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ছিলেন।

তিনি ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষরা গ্রামের গ্রামের মৃত দলিল উদ্দিন মিয়ার ছেলে।

ভাঙ্গা থানার এসআই মামুন খান বলেন, ‘৯৯৯-এর ফোন পেয়ে মালিগ্রাম বাজারের একটি বহুতল ভবনের নিচ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আশপাশের লোকজন ও পরিবারের লোকজনের ধারণা, তিনি বুধবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে যেকোনো সময় ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন।

এসএম/টিএ




Share this news on: