গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলার চরকুশলী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের নাসির মোল্লার পুকুর ঘাটে একই গ্রামের প্রতিবেশীরা গোসল করে আসছিল।
সম্প্রতি গোসল করার কারণে পুকুরপাড় ও পানি নোংরা করার অভিযোগ দেওয়া হয় গৌর বৈরাগীসহ তাদের বাড়ির মানুষদের ওপর। এই ঘটনাকে কেন্দ্র করে গৌর বৈরাগী ও নাসির মোল্লার সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
এরই জেরে আজ শুক্রবার গৌর বৈরাগীসহ তার লোকজন জমির ধানকেটে বাড়ি ফেরার সময় নাসির মোল্লার লোকজন তাদের ওপর হামলা চালায়।এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তবে এ বিষয়ে ভিন্ন কথা বলেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম।
তিনি বলেন, ধানকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ৪/৫ জন আহত আছে। তাদেরকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষ এখনো থানায় অভিযোগ দেয়নি।
অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে, বলে জানান তিনি।
এসএম/টিএ