কলেজছাত্রীকে ইভটিজিং করে ফেসবুকে ভিডিও ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা-পুলিশ। শনিবার (৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় ডেমরা সারুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)।
ডিএমপির ডেমরা থানা সূত্রে জানা যায়, ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ডিপ্লোমা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী গত ১৮ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে কলেজ থেকে বাসায় ফিরছিলেন।
পথে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবক ওই ছাত্রীকে অশালীন অঙ্গভঙ্গি করেন। ঘটনাটি তিনি তার স্বামীকে জানান, কিন্তু অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। পরে ৩০ এপ্রিল সকাল ১০টার দিকে ফেসবুকে ইভটিজিংয়ের ভিডিও দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ইভটিজিংয়ের শিকার হওয়া কলেজছাত্রীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নিয়মিত মামলার রুজু হয়।
থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজু হওয়ার পর পরই ডেমরা থানার একটি চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে ঘটনার সঙ্গে জড়িত মো. রোমান সিকদার ও শুভ হাওলাদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
আরআর