দেড় ঘণ্টা পর ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচির দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (৪ মে) মাইজদী কোর্ট রেলস্টেশনে সকাল ৬টা থেকে শুরু হওয়া রেলপথ অবরোধ শেষ হয় সাড়ে ৭টার দিকে। নোয়াখালীর সর্বস্তরের জনগণের ব্যানারে এতে শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী উপকূল এক্সপ্রেস মাইজদী কোর্ট রেলস্টেশনে এলে ছাত্র-জনতা রেললাইনে অবস্থান নেন। এতে নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। এসময় অবরোধ কারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঠিক দেড় ঘণ্টা পর, সকাল সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এ সময় উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, যা রেল চলাচলের স্বাভাবিকতা নিশ্চিত করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার মূখ্য সংগঠক ফিরহাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, যাত্রীসংখ্যা বেড়েছে, অথচ ট্রেন নেই। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করছে। এই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি শান্তিপূর্ণভাবে রেলপথে বসে থাকতে।

অবরোধে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান ঢাকা পোস্টকে বলেন, আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ কোনো অজানা কারণে ট্রেন চালু করা হচ্ছে না। ট্রেন না দিয়ে আমাদের নোয়াখালী এক্সপ্রেস নামের একটি ট্রেন উল্টো বন্ধ হয়ে গেছে। আমরা রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খানের হস্তক্ষেপ কামনা করি। নাহলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, ২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনও তা চালু হয়নি। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। কর্তৃপক্ষের আশ্বাসে আমরা দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছে। তারপর ১০ দিনের সময় দিয়েছি। এর মধ্যে আশ্বাস নয় দাবি বাস্তবায়ন চাই। নাহয় আমাদের আন্দোলন আরও কঠোর হবে।

মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। অবরোধের বিষয়টি আমরা ঊর্ধ্বতন মহলকে জানিয়েছি। আন্দোলন প্রত্যাহার হওয়ায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী আন্দোলন নোয়াখালীর মেহেদী হাসান সীমান্ত, আফসার উদ্দিন, নাহিদা সুলতানাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

স্বর্ণের বাজারে আবারও ঊর্ধ্বগতি, ৩ সপ্তাহে সর্বোচ্চ দর Jul 14, 2025
মাংসাশী পোকা দমনে কোটি কোটি মাছি ছাড়ছে যুক্তরাষ্ট্র Jul 14, 2025
আদালতে পুলিশের ওপর চড়াও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল Jul 14, 2025
img
অভিনেত্রী হতে চাইনি, মা-ই সুযোগ করে দিয়েছিলেন:কঙ্কনা Jul 14, 2025
img
মিটফোর্ড হত্যাকাণ্ড অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি Jul 14, 2025
img
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ Jul 14, 2025
img
রাশমিকা-শ্রীলীলাকে ছাড়িয়ে দক্ষিণের সবচেয়ে ব্যস্ত নায়িকা এখন মামিতা Jul 14, 2025
img
দুর্নীতির মামলা স্ত্রীসহ হানিফের বিরুদ্ধে, সন্তানদের সম্পদের নোটিশ Jul 14, 2025
img
কাজলের চোখে ডিডিএলজে: পাগলামি, প্রেম আর ইতিহাস Jul 14, 2025
img
টোলপ্লাজায় ৬ জনের প্রাণহানিতে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি Jul 14, 2025
রাজনীতি ক্রিকেটারদের জন্য নয়: জয়াসুরিয়া Jul 14, 2025
অন্যের স্ত্রীকে বিয়ে! আত্মপক্ষ শুনানিতে নাসির-তামিমার জবাব Jul 14, 2025
img
বক্স অফিসে ঝিমিয়ে পড়েছে শানায়ার প্রথম সিনেমা Jul 14, 2025
img
প্রথমবারের মতো নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক Jul 14, 2025
img
পুরনো বিশ্বাস আর আতঙ্কে তৈরি এক অন্যরকম হরর জগত Jul 14, 2025
ক্যান্সার থেকে বাঁচাবে ৩ পানীয়, দাবি বিশেষজ্ঞদের Jul 14, 2025
আ.লীগের নিবন্ধন স্থগিত হলেও থাকবে নৌকা: ইসি Jul 14, 2025
নয়াপল্টনে ছাত্রদলের কর্মসূচিতে যে দৃশ্য দেখা গেলো Jul 14, 2025
img
সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি : বিসিবি সভাপতি Jul 14, 2025
img
চার গুণ বেড়েছে অনলাইন বিদ্বেষমূলক বার্তা, টেনিস তারকারা মানসিক চাপে Jul 14, 2025