পাকিস্তানের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘‘ভারতের বিরুদ্ধে যারা কুনজর দিয়েছে তাদের ‘‘উপযুক্ত জবাব’’ দেওয়া ও সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করার দায়িত্ব তার।’’ জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সৃষ্ট উত্তেজনার মাঝে রোববার এই মন্তব্য করেছেন তিনি।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাইসারন উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনায় জড়িতদের সঙ্গে পাকিস্তানের আন্তঃসীমান্ত সংযোগ রয়েছে বলে অভিযোগ করেছে ভারত। যদিও বরাবরের মতো এই হামলার সঙ্গে যেকোনও ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।
পহেলগাম হামলার ঘটনায় ভারতীয়রা পাকিস্তানে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজনীয়তার বিষয়ে যে কথা বলছেন সেদিকে ইঙ্গিত করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আপনারা যা চান তা অবশ্যই ঘটবে।’’
তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সৈন্যদের সঙ্গে কাজ এবং দেশের সীমান্তের সুরক্ষা নিশ্চিত করা আমার দায়িত্ব। এবং যারা আমাদের দেশের প্রতি খারাপ নজর দিয়েছে, সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করে তাদের একটি উপযুক্ত জবাব দেওয়া আমার দায়িত্ব।
দেশটির রাজধানী নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন রাজনাথ সিং। তিনি বলেন, দেশের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুব ভাল করেই চিনেন এবং তার কাজের ধরন, তার অঙ্গীকার এবং যেভাবে তিনি জীবনে ‘‘ঝুঁকি নিতে’’ শিখেছেন সেসব বিষয়ে ভালো করে জানেন।
জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা নিষিদ্ধ ও সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। এর পাল্টায় পাকিস্তানও ভারতের বিরুদ্ধে প্রায় একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
এসএম