মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের পানির স্রোতে তলিয়ে নিখোঁজের ২ দিন পর মাদরাসাছাত্রী জান্নাতুল আক্তারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জান্নাতুল শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন চরকাঁচিকাটা গ্রামের প্রবাসী রনি ফকিরের মেয়ে। সে স্থানীয় বাইতুল কারীম মহিলা মাদরাসা হেফজ বিভাগের ছাত্রী ছিলেন। এর আগে গত (৩ মে) শনিবার সে চরশ্যামাইল এলাকায় ফুফাতো বোনের সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তিনি।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ফুপাতো বোন তাবাসসুমকে (৭) নিয়ে আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে স্রোতে তলিয়ে নিখোঁজ হয় জান্নাতুল। পরে টানা দুইদিন ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার পরও তাকে পায়নি। আজ (সোমবার) সকালে পরিবারের লোকজন নিলখী ইউনিয়ন কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, আড়িয়াল খাঁ নদে নিখোঁজের দুই দিন পর আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে পুলিশ, ফায়ার সার্ভিস অনেক খোঁজাখুঁজি করছিল। এটি একটি মর্মান্তিক ঘটনা।
আরআর/এসএন