পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) কাচি জেলার মাচ এলাকায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার পেছনে ভারতের সহায়তায় পরিচালিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) রয়েছে। হামলার পরপরই ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে।
আইএসপিআর আরও বলেছে, “পাকিস্তানের মাটিতে পরিচালিত ভারত ও এর প্রক্সি গোষ্ঠীগুলোর ঘৃণ্য ষড়যন্ত্রকে আমাদের নিরাপত্তা বাহিনী ও জনগণ একসঙ্গে ব্যর্থ করে দেবে। এই হামলায় প্রাণ হারানো সাহসী সৈন্যদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।”
এদিকে জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এই পরিস্থিতিতে বেলুচিস্তানে আইইডি বিস্ফোরণের ঘটনা দু’দেশের পারমাণবিক উত্তেজনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।
বিদ্রোহ কবলিত বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো স্বাধীনতার দাবিতে লড়াই চালিয়ে আসছে। প্রদেশটিতে রয়েছে সোনা ও তামার খনি, সেই সঙ্গে কৌশলগত গুরুত্বসম্পন্ন গোয়াদর বন্দর, যেখানে চীনের বিপুল বিনিয়োগ রয়েছে।
এসএস/টিএ