মায়ানমারও পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হচ্ছে

মিয়ানমারের নেপিদোতে রাশিয়া যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে, তা অস্ত্র হিসেবে ব্যবহার করবে জান্তা সরকার। জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও মোয়ে তুন এ শঙ্কার কথা বলেছেন। তবে এ নিয়ে আর বিস্তারিত জানাননি তিনি। সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইরাবতী বলছে, জান্তা প্রধান মিন অং হ্লাইং মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক সংস্থা রোসাটমের সঙ্গে মিয়ানমারের নেপিদোতে প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণের একটি চুক্তি স্বাক্ষর করেন। গত ২৮ মার্চের বিধ্বংসী ভূমিকম্পের পরেও রোসাটমের পরিকল্পনা ব্যাহত হয়নি বলে দাবি করেন মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও মোয়ে তুন।

মিয়ানমারের বেসামরিক জাতীয় ঐক্য সরকারের দূত উ কিয়াও মোয়ে তুন নিউইয়র্কে এক পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত সভায় বলেন, জান্তা সরকার ভূমিকম্প ত্রাণের চেয়ে বেসামরিক নাগরিকদের ওপর বিমান ও কামান হামলা এবং পারমাণবিক উন্নয়নের দিকে বেশি মনোযোগী। সামরিক জান্তা ভূমিকম্পের মানবিক সাহায্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং আগামী দিনে পারমাণবিক প্রযুক্তিকেও অস্ত্র হিসেবে ব্যবহার করবে।

উ কিয়াও মোয়ে তুন বলেন, ভূমিকম্পের পর থেকে জান্তা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ২২৫টি বিমান হামলা চালানোর জন্য জেট জ্বালানির অপব্যবহার করেছে এবং তারা পারমাণবিক শক্তিরও একইভাবে অপব্যবহার করবে। তিনি বলেন, ভূমিকম্পের পর থেকে জান্তা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ২২৫টি বিমান হামলা চালানোর জন্য জেট জ্বালানির অপব্যবহার করেছে এবং তারা পারমাণবিক শক্তিরও অপব্যবহার করবে।

মোয়ে তুন বলেছেন, জান্তা সরকার আঞ্চলিক ও বৈশ্বিক সংস্থাগুলোর সাথে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে কাজ করবে না বলে জানিয়েছে। তাঁর আশঙ্কা, সরকার ২৮ মার্চের ভূমিকম্প মোকাবিলা করতে প্রস্তুত ছিল না, একইভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জরুরি পদক্ষেপের প্রয়োজন হলে তার জন্যও প্রস্তুত থাকবে না।

তুন বলেন, ‘আমাদের একটি গুরুতর উদ্বেগ রয়েছে যে, জান্তা শান্তিপূর্ণ উদ্দেশ্যের কথা বলে সামরিক প্রয়োগের জন্য পারমাণবিক প্রযুক্তি অর্জনের চেষ্টা করতে পারে।’

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারতের মিসাইল হামলায় পাকিস্তানে নিহত ৩ May 07, 2025
img
পাকিস্তানের পাশে ৫৭ মুসলিম দেশ, উদ্বেগে ভারত May 07, 2025
সংস্কার নিয়ে যেসব বিষয় তুলে ধরলেন এনসিপি নেতারা May 07, 2025
ঈদের ছুটি ও গ্যাস সংকটে এপ্রিলে রফতানি আয় সর্বনিম্ন May 07, 2025
img
সানার প্রধান বিমানবন্দরে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল , নিহত ৩ May 07, 2025
img
লেবাননের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দাতাদের আস্থা ফেরানোই মূল লড়াই May 07, 2025
img
হেফাজতের দুঃখ প্রকাশকে ৬ নারীর সাধুবাদ May 07, 2025
img
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত! May 07, 2025
img
পর্যটককে মারধরের অভিযোগে যুবদল নেতাসহ ৩ জন গ্রেফতার May 07, 2025
img
নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিৎ নয় : গৌতম গম্ভীর May 07, 2025