ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মাঝে রাশিয়া ভারতের কাছে হস্তান্তর করেছে ‘ইগলা এস’ কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র। এই অস্ত্র এরই মধ্যে ভারতের পশ্চিম সীমান্তে মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি পাকিস্তানের ড্রোন ও হেলিকপ্টারের জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি হয়ে দাঁড়াবে। এই ক্ষেপণাস্ত্র সংগ্রহে ভারতের ব্যয় হয়েছে ২৬০ কোটি টাকা।
এছাড়া, রাশিয়া ভারতকে দিচ্ছে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম, যার চুক্তি হয় ২০১৮ সালে। পুতিন সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং পেহেলগাম হামলার নিন্দা জানান।
অন্যদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে রাজনৈতিক সমাধানে সহায়তার প্রস্তাব দেন। রাশিয়া জানিয়েছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনার প্রতি তারা নজর রাখছে।
কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। সম্প্রতি পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে।
আরএ