ঢাকার একটি আদালতের বিচারকের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সাজাপ্রাপ্ত এক আসামিকে জামিন করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৭ মে) ঢাকার সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী তানজিল হোসেন।
মামলায় মোহাম্মদপুর এলাকার মো. সোহেল রহমানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২৩ মার্চ সাজাপ্রাপ্ত হাজতি সোহেল রহমানের পক্ষে তার আইনজীবী আক্তার আলী শেখ আদালতে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড চালানের মাধ্যমে জমা দেওয়ার অনুমতির আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে চালান দাখিলের নির্দেশ দেন। তবে চালান জমা দিয়েও তার কপি আদালতে দাখিল করা হয়নি, এবং জামিনের জন্য কোনো আবেদনও করা হয়নি।
এরপর ২৫ মার্চ আসামিরা পরস্পর যোগসাজশে বিচারক মুহাম্মদ মুনির হোসাঈনের স্বাক্ষর ও সীল জাল করে একটি ভুয়া জামিন আদেশনামা তৈরি করেন। ওই আদেশে বলা হয়, অর্থদণ্ডের অর্ধেক টাকা পরিশোধ করায় এবং আপিলের শর্তে ৫ হাজার টাকা মুচলেকায় সোহেল রহমানের জামিন মঞ্জুর করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সোহেল রহমান তখনও কারাগারে থাকলেও তার পরামর্শে অপর আসামিরা বিচারকের নাম-পদবি ব্যবহার করে ভুয়া রিলিজ আদেশ, জামিননামা ও আদেশ তৈরি করে তা গাইবান্ধা জেলা কারাগারে পাঠান।
ঘটনার মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির আশ্রয়ে সরকারি নথি ও বিচারিক কার্যক্রমকে বিকৃত করার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
এসএস