পাকিস্তান কেবল ভারতের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করবে: খাজা আসিফ

পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় বেসামরিক নাগরিক বা অবকাঠামো নয়, কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালাবে পাকিস্তান। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের লাইভ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খাজা আসিফ বলেন, “আমরা কখনোই বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করব না। পাকিস্তান আন্তর্জাতিক আইন মেনেই কেবল ভারতের সামরিক স্থাপনায় হামলা চালাবে। এর মাধ্যমে আমরা সংঘাত এড়াতে চাই।”

তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা যদি বাড়তেই থাকে, তাহলে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সত্যিকার অর্থেই তৈরি হতে পারে।

জিও নিউজ জানিয়েছে, বুধবার ভোরে ভারত পাকিস্তানে যে বিমান হামলা চালিয়েছে, ইসলামাবাদ তা সরাসরি যুদ্ধ ঘোষণার সামিল বলে মনে করছে। পাকিস্তানের অভিযোগ, হামলায় মসজিদ ও জলবিদ্যুৎ প্রকল্পসহ ছয়টি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। এতে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৫৭ জন আহত হন।

সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “ভারত এখন বড় এক অভ্যন্তরীণ সংকটে আছে। নয়াদিল্লির এই আগ্রাসন পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।”

উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এর জেরে মঙ্গলবার রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। পাল্টা জবাবে পাকিস্তানও কাশ্মীর সীমান্তে হামলা চালায়, যাতে অন্তত তিনজন নিহত হন।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভুটানকে ৩ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ May 11, 2025
img
পশ্চিমা প্রযুক্তির হার এড়াতে যুদ্ধ থামান ট্রাম্প: ফরহাদ মজহার May 11, 2025
img
আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না: রফিকুল ইসলাম খান May 11, 2025
img
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার May 11, 2025
img
মাস্কের উচিত পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কষ্ট দেখে সিদ্ধান্ত নেয়া : মেলিন্ডা গেটস May 11, 2025
রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঠাঁই নেই: ডিআইজি May 11, 2025
img
পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা দেখে হতভম্ব হয়েছে ভারত May 11, 2025
অতীতে নিষিদ্ধ হয়েছিল যেসব রাজনৈতিক দল May 11, 2025
img
কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না: কাদের সিদ্দিকী May 11, 2025
img
বিচারিক প্রক্রিয়ায় আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : এ্যানি May 11, 2025