রাজস্থানের নাগৌর জেলার ঝাডেলি গ্রামের এক মাড়োয়ারি পরিবারে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে পাত্রকে মোট ১৬ কোটি টাকার যৌতুক দেওয়া হয়েছে। পাত্রীর পরিবার পাত্রকে একাধিক সোনার গহনা, তিন কেজি রূপা, একটি পেট্রোল পাম্প, ২১০ বিঘা জমি এবং কয়েক কোটি টাকা যৌতুক হিসেবে উপহার দিয়েছে।
এই উপহারগুলোর ঘোষণা বিয়ের অনুষ্ঠানে মাইকে করা হয়, যেখানে উপস্থিত সবাই হাততালি দিয়ে তা স্বাগত জানায়।
পাত্রকে এই বিশাল উপহার দিয়েছেন পটলিয়া পরিবারের চার ভাই—ভাওয়ারলাল, রামচন্দ্র, সুরেশ এবং ডা. করণ পটলিয়া, যারা বর শ্রেয়াংশ চাবার মামা এবং চাচাতো মামা। উল্লেখযোগ্য, বর শ্রেয়াংশ চাবা হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক জগবীর চাবা ও কমলা দেবীর পুত্র।
এমন বিশাল যৌতুক দেওয়া রাজস্থানের মাড়োয়ারি সমাজে একটি ঐতিহ্য, যা ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তবে সম্প্রতি এই ধরনের বৃহৎ যৌতুক প্রদর্শন নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে, এবং এটি সমাজে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ও চাপ তৈরি করছে বলে অভিযোগ করা হচ্ছে।
এসএম/টিএ