৮ হাজার অ্যাকাউন্ট সরাতে ভারতের নির্দেশ, না মানলে X-এর বিরুদ্ধে ব্যবস্থা

ভারত সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (সাবেক টুইটার)-কে ৮ হাজারেরও বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে। কোম্পানির গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিম এক বিবৃতিতে জানিয়েছে, এই নির্দেশনা মানা না হলে X-এর স্থানীয় কর্মীদের বিরুদ্ধে বড় আকারের জরিমানা এবং কারাদণ্ডসহ আইনি ব্যবস্থা নেওয়ার আশঙ্কা রয়েছে।

X জানায়, এই ব্লকিং নির্দেশনায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং পরিচিত ব্যবহারকারীদের অ্যাকাউন্টও অন্তর্ভুক্ত রয়েছে। তবে তারা এই আদেশে কোনো সুনির্দিষ্ট যুক্তি বা প্রমাণ খুঁজে পায়নি। তারা বলেছে, ভারত সরকারের আইনি নির্দেশনা পালনের বাধ্যবাধকতা থাকায়, শুধুমাত্র ভারতের ভেতরে নির্দিষ্ট অ্যাকাউন্টগুলোর প্রবেশাধিকার সীমিত করা হচ্ছে।

X এক বিবৃতিতে আরও বলেছে, "আমরা ভারত সরকারের দাবির সাথে একমত নই। পুরো অ্যাকাউন্ট ব্লক করার সিদ্ধান্ত অপ্রয়োজনীয় এবং এটি শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কনটেন্টেরও সেন্সরশিপের সামিল। এটি বাকস্বাধীনতার মৌলিক অধিকারেরও পরিপন্থী।"

সংস্থাটি আরও জানিয়েছে, "ভারতে আমাদের প্ল্যাটফর্মটি সচল রাখা গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ভারতীয় ব্যবহারকারীরা তথ্য ও মতামতের অবাধ প্রবাহে অংশ নিতে পারেন।"

X কর্তৃপক্ষ ব্লক হওয়া ব্যবহারকারীদের উপযুক্ত আইনি প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার আহ্বান জানিয়েছে।


এসএস

Share this news on:

সর্বশেষ