হাতে মেহেদী লাগানো হলো না চিকিৎসক রুম্পার

ডা. আক্তার জাহান রুম্পা। বয়স ২৭ বছর। তিনি চট্টগ্রাম হালিশহরের ৭ নম্বর লেনের ১৫ নম্বর বাসার বাসিন্দা আক্তারুজ্জামানের মেয়ে। বাবা-মায়ের স্বপ্ন ছিল রুম্পা বড় হয়ে ডাক্তার হবে। বাবা মায়ের সেই স্বপ্ন পূরণও হয়েছিল। কিন্তু বাবা-মায়ের স্বপ্ন পূরণ শেষে নিজের স্বপ্ন পূরণ করে করতে এসে রুম্পা না ফেরার দেশে চলে গেছেন। রাজধানী ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।

জানা গেছে, সিলেটের ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালের চিকিৎসক আক্তার জাহান রুম্পা। ঢাকাস্থ বাংলাদেশ আই হাসপাতালে চাকরির সাক্ষাৎকার দিতে মঙ্গলবার সকালে রাজধানীতে এসেছিলেন। সোমবার রাতে এনা পরিবহনের একটি বাসে করে সিলেট থেকে যাত্রা করে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে মহাখালী বাস স্ট্যান্ডে আসেন। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। কিন্তু তেজগাঁওয়ের বিজয় সরণি মোড়ে আসা মাত্র একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এত অটো চালক ও রুম্পা আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে রুম্পাকে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

পরবর্তীতে রুম্পার হবু স্বামী ডা. মহসিন ফারুক রবিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ আই হাসপাতালে সাক্ষাৎকার দেয়ার জন্য ভোরে সিলেট থেকে ঢাকায় আসেন রুম্পা। অটোরিকশাযোগে আই হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায় বলে পুলিশের কাছ থেকে জানতে পেরেছি।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার এসআই মিনহাজ উদ্দিন বলেন, বিজয় সরণি এলাকায় অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে গিয়ে কোনো বাস পাওয়া যায়নি। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা রুম্পা নামের একজন নারীর মৃত্যু হয় এবং অটো চালক আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, রুম্পা মাথায় আঘাত পেয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

এদিকে, মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সামনে গিয়ে দেখা গেছে, ময়ন্ত তদন্তের জন্য লাশ মর্গের ভেতর রাখা হয়েছে। আর বাহিরে লাশের জন্য অপেক্ষা করছেন তার স্বজন ও সহকর্মীরা।

এ সময় কথা হয় রুহুল আমিন নামের এক সহকর্মীর সঙ্গে। তিনি জানান, রুম্পা চলতি বছরের শুরুর দিকে সিলেট ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালে যোগদান করেন। পরবর্তী সময়ে সেখান থেকে ঢাকাস্থ বাংলাদেশ আই হাসপাতালে চাকরি নেয়ার জন্য পরীক্ষা দেন। সেই পরীক্ষায় তিনি পাশও করেন। কিন্তু বাংলাদেশ আই হাসপাতালে বেতন কম হওয়ায় তিনি যোগদান করেননি।

তবে সম্প্রতি রুম্পাকে আবার বাংলাদেশ আই হাসপাতাল থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় জানিয়ে রুহুল আমিন বলেন, সেই সুবাদে মঙ্গলবার তিনি ঢাকা আসেন। তবে সাক্ষাতকারের আগেই সড়ক দুর্ঘটনায় তিনি না ফেরার দেশে চলে যান।

কথা হয় রুম্পার হুবু স্বামী মহসিন ফারুক রবিনের সঙ্গে। তিনিও পেশায় একজন ডাক্তার। তিনি জানান, মাত্র দুই মাস আগে আকদ হয়েছিল তাদের। আর কদিন পরই নববধূকে বরণ করে নিজের ঘরে তুলাবার কথা ছিল। কিন্তু হঠাৎ সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেলো।

 

টাইমস/কেআর/টিএইচ

Share this news on:

সর্বশেষ

img
ফিলিস্তিনি গোষ্ঠীর যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে Jul 06, 2025
img
৭৮ বলে ১৪৩ রান করে শান্তর রেকর্ড ভাঙলেন সূর্যবংশী Jul 06, 2025
মহাকাশে মিলল বিশাল ও পানিসমৃদ্ধ নতুন গ্রহ! Jul 06, 2025
img
‘রঘু ডাকাত’-এর শুটিং শেষ, আবার কি ছোট পর্দায় ফিরবেন ইধিকা? Jul 06, 2025
img
ফের ট্রলের শিকার আদিপুরুষ, রামায়ণ টিজারে বাজিমাত Jul 06, 2025
img
রামায়ণে রাবণ রূপে যশ, প্রথমে পছন্দ ছিলেন হৃতিক রোশন Jul 06, 2025
জুলাইয়ে শিক্ষার্থীদের ঢাল হয়ে দাড়িয়ে ছিলেন পুলিশ কর্মকর্তা মাসুদ আলম Jul 06, 2025
img
এই অভিনেত্রীর প্রেমে পড়ে আর বিয়েই করেননি রতন টাটা Jul 06, 2025
img
বাংলাদেশের বিপক্ষে হারলেও হাসারাঙ্গার বিশ্বরেকর্ড Jul 06, 2025
img
জুনিয়র এনটিআরের বিপরীতে তিনবার প্রস্তাব ফিরিয়ে দিলেন আলিয়া Jul 06, 2025
img
মুখ ঢেকে বাজারে গিয়ে বলি, ‘এটার দাম কত’: মৌসুমী হামিদ Jul 06, 2025
img
ট্রাম্পের শুল্কনীতিতে ৮ হাজার ২৩০ কোটি ডলারের ক্ষতির আশঙ্কা Jul 06, 2025
img
সারা দেশে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৫৪ জন Jul 06, 2025
img
ছেলের ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষমা চাইলেন বিজয় সেতুপাতি Jul 06, 2025
img
পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে শিক্ষক-কর্মকর্তাদের পরামর্শ চাইল শিক্ষা মন্ত্রণালয় Jul 06, 2025
img
এই বিপ্লব সফল হয়েছে সকল মানুষের রক্ত-ঘামের বিনিময়ে : আসিফ মাহমুদ Jul 06, 2025
নতুন অঙ্গ গজানোর প্রযুক্তি আবিষ্কার চীনে Jul 06, 2025
ইলিয়াস আলী গুমে শেখ হাসিনার হাত: এম এ মালেক Jul 06, 2025
স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিএনপি নেতার বাড়ি দখলের বিচার দিলেন এক ব্যক্তি! Jul 06, 2025
img
জন্মদিনে প্রকাশিত রণবীরের নতুন ছবির নজরকাড়া ফার্স্ট লুক Jul 06, 2025