ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

রোববার ভোরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদ ভারতের সঙ্গে সম্মত যুদ্ধবিরতির ‌‘বিশ্বস্তভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাক বাহিনী ‘দায়িত্ব এবং সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা বিশ্বাস করি যে যুদ্ধবিরতি সুষ্ঠুভাবে বাস্তবায়নের ক্ষেত্রে যে কোনো সমস্যা যথাযথ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত। স্থলভাগে থাকা সেনাদেরও সংযম প্রদর্শন করা উচিত।

এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার একটি টুইট বার্তায় বলেছেন- পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তিনি লিখেছেন, এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময়েই চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করেনি।

এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে দেয়া একটি বার্তায় জানান যে, ভারত ও পাকিস্তান- দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। আজ বিকাল সাড়ে চারটা থেকে (পাকিস্তানের সময়) যু্দ্ধবিরতি কার্যকর হয়েছে।
এদিকে ভারত ঘোষণা করেছে যে স্থানীয় সময় আজ শনিবার বিকাল পাঁচটা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় তিনটা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকাল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরণের গুলি-গোলা চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভুটানে জয় দিয়ে যাত্রা শুরু মারিয়ার দলের May 11, 2025
img
‘সানাম তেরি কাসাম’ সিক্যুয়েল অনিশ্চিত, যুদ্ধ নিয়ে মন্তব্যে রানে-মাওরার প্রকাশ্য দ্বন্দ্ব May 11, 2025
img
আয় বাড়লেও জ্বালানি সংকটে রফতানিমুখী শিল্পখাত May 11, 2025
img
দেশের জনগণ প্রত্যাশা করে একটি কল্যাণমুখী সমাজের : হোসাইন হেলাল May 11, 2025
img
নতুন দামে স্বর্ণ বিক্রি, রুপার দাম কেমন? May 11, 2025
img
আবারও শাহবাগ ব্লকেড করল আন্দোলনকারীরা May 11, 2025
img
তামিমের ১৫ বছরের ক্যারিয়ারে যে আক্ষেপ থেকে গেল May 11, 2025
img
গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত : সিইসি May 11, 2025
img
মা হিসেবে চাইব কৃষভি প্রতিবাদী হোক : মাতৃদিবসে শ্রীময়ী May 11, 2025
img
রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ May 11, 2025