ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর পাকিস্তান রবিবার ইসলামি ধন্যবাদ দিবস পালন করছে। সরকার জানায়, দেশজুড়ে ‘ইওয়াম-এ-তাশাকুর’ পালিত হচ্ছে; যার উদ্দেশ্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, সশস্ত্র বাহিনীরর প্রতি শ্রদ্ধা ও জাতীয় ঐক্য উদযাপন। খবর সিএনএনের।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন বুনিয়ান মারসুস শত্রুর আগ্রাসনের কার্যকর ও বিস্তৃত জবাব দিয়েছে।’
পাকিস্তানের দাবি অনুযায়ী, ভারত তাদের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পর রবিবার এই সামরিক অভিযান শুরু করা হয়।
শনিবার দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ‘আমাদের বাহিনী সামরিক ইতিহাস তৈরি করেছে।’
তিনি যুদ্ধবিরতিতে সহযোগিতার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরএ/এসএন