ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি, চীনের পরিষ্কার বার্তা

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই বলেছেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি কামনা করে ও তাতে সমর্থন জানায় চীন। একইসঙ্গে এই ইস্যুতে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি। খবর এপিপির।

আজ রোববার (১১ মে) এক প্রতিবেদনে পাকিস্তানের বার্তা সংস্থা এপিপি জানায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই মন্তব্য করেন ওয়াং ই।

তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে চীন ভারত-পাকিস্তান সংঘাতের বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন এবং পাকিস্তানে বেসামরিক প্রাণহানির ঘটনায় সমবেদনা জানাচ্ছে।

ওয়াং ই বলেন, চীন পাকিস্তানের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রচেষ্টায় তার পাশে রয়েছে এবং বিশ্বাস করে পাকিস্তান শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করবে এবং দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি হলে তা দুই পক্ষকেই মেনে চলতে হবে যাতে ভবিষ্যতে সংঘর্ষের পুনরাবৃত্তি না ঘটে। এই স্থায়ী যুদ্ধবিরতি শুধু ভারত-পাকিস্তানের জন্য নয়, গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়ও এটাই প্রত্যাশা করে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে পাকিস্তানের অবদানের কথা উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে পাকিস্তানের দৃঢ় অবস্থানকে চীন সমর্থন করে।

চলমান উত্তেজনার মধ্যেও চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন ওয়াং ই।

উল্টো দিকে ইসহাক দার বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত, তবে সার্বভৌমত্ব লঙ্ঘন হলে উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় চীনের মধ্যস্থতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে পাকিস্তান।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ম্যানইউ এর দুঃস্বপ্ন, প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচে জয়শূন্য May 12, 2025
img
বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: আমিনুল হক May 12, 2025
img
ভারতই প্রথমে যুদ্ধবিরতির অনুরোধ করে : পাকিস্তান May 12, 2025
img
‘দেশে আর অশান্তি চাই না’ May 12, 2025
img
সিলেটে আ.লীগ নেতাকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিল জনতা May 12, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্থ ধাপে আলোচনা ‘কঠিন কিন্তু কার্যকরী’ ছিল বলে জানাল ইরান May 12, 2025
img
বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জনের মধ্যে ভারতীয় নাগরিক ৪ জন May 12, 2025
img
টানা ৫৫ দিন সমুদ্রে ভেসে প্রাণ নিয়ে ফিরলেন ৫ জেলে May 12, 2025
img
মা দিবসে যমজ সন্তানের সুখবর দিলেন অ্যাম্বার হার্ড May 12, 2025
img
পাকিস্তানের দাবি : ভারতের ২৬ সামরিক স্থাপনায় হামলা May 12, 2025