নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ গেল ৩০ জনের

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের ইমো রাজ্যে সশস্ত্র হামলায় অন্তত ৩০ জন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার সংস্থাটি এক বিবৃতিতে জানায়, হামলাকারীরা রাস্তা আটকে নির্বিচারে গুলি চালায় এবং ২০টির বেশি গাড়ি ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

অ্যামনেস্টির প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইন্ডিজেনাস পিপল অব বিআফরা (আইপিওবি)-এর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনও কোনো গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি।

বৃহস্পতিবার (৮ মে) ৪টার দিকে তিনটি দলে ভাগ হয়ে হামলাকারীরা মহাসড়কে ব্যারিকেড দেয় ও এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে যানবাহনে আগুন ধরিয়ে দেয়, বলা হয়েছে পুলিশের বিবৃতিতে।

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয়তা বেড়েছে, যারা স্থানীয় সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের দাবিতে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। আইপিওবি এর আগেও সরকারি স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরএ/এসএন

Share this news on: