ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। এর অংশ হিসেবে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকেছে তারা। তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় নতুন করে হামলার পক্ষে নন। এতে করে গাজায় আধুনিক শহর বানানোর যে পরিকল্পনা তিনি করছেন সেটি ‘ক্ষতিগ্রস্ত’ হতে পারে বলে ধারণা তার।
গোপন সূত্রের বরাতে এনবিসি বলেছে, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এ পরিকল্পনার বিরোধীতা করেছেন। কারণ ব্যাপক হামলা চালিয়েও হামাসের কাছ থেকে জিম্মিদের উদ্ধার করা সম্ভব হবে না বলে ধারণা তার। এই প্রচেষ্টা অপব্যয় ছাড়া আর কিছু হবে না।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ট্রাম্পের বিভিন্ন উদ্যোগ নিয়ে নেতানিয়াহু হতাশ হয়েছেন। বিশেষ করে ট্রাম্প ইয়েমেনের হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি ও তাদের ওপর বোমা হামলা বন্ধের ঘোষণা দেওয়ায় হতাশ হয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। এছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি আলোচনা নিয়েও হতাশা প্রকাশ করেছেন এ দখলদার।
এনবিসিকে ওই সূত্রটি আরও জানিয়েছে, নেতানিয়াহু তার কাছের লোকদের বলেছেন ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা করে ট্রাম্প সময় অপচয় করছেন। তার ধারণা, ইরান এ চুক্তি লঙ্ঘন করবেই।
এসএম