ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায় ট্রাক ও কার্গোবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন। নিহতদের সবাই নারী ও শিশু বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১১ মে) গভীর রাতে রায়পুর-বালোদাবাজার সড়কের সারাগাঁও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, ছাটাউদ গ্রামের একটি পরিবার বানসারি গ্রামে এক আত্মীয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রেইলার বা কার্গোবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নারী ও চারজন শিশু মারা যান। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রায়পুরের ড. ভীমরাও আম্বেদকর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুরের জেলা প্রশাসক গৌরব সিং জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। তিনি বলেন, ‘১৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।’ পুলিশ ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
আরআর/এসএন