১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র ও চীন

দুই দিনের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর আরোপিত শুল্ক ১১৫ শতাংশ পর্যন্ত কমাতে সম্মত হয়েছে। এই চুক্তি কার্যকর থাকবে আগামী ৯০ দিন। জেনেভায় অনুষ্ঠিত এই বাণিজ্য আলোচনার ফলাফল হিসেবে বিশ্ববাজারে শেয়ার সূচকে বড় ধরনের উত্থান দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ‘ওয়াশিংটন ও বেইজিং কেউই নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে চায় না।’

তার এই মন্তব্য বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র তার চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনবে। অন্যদিকে চীন, মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনবে।

এই ঘোষণার পরপরই লন্ডনের এফটিএসই ১০০ সূচক লেনদেনের শুরুতে ১ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

হংকংয়ের হ্যাংসেং সূচক ৩ শতাংশের বেশি বৃদ্ধি পায় এবং ওয়াল স্ট্রিটেও সূচকগুলো ৩ শতাংশ ঊর্ধ্বমুখী হয়ে দিনের শুরু করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

জেনেভায় এক প্রেস কনফারেন্সে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, উভয় পক্ষই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত তথাকথিত ‘স্বাধীনতা দিবস’-এর শুল্ক কাঠামোর ‘পাল্টাপাল্টি’ শল্ক বসানোর অংশটি উল্লেখযোগ্যভাবে কমাতে সম্মত হয়েছে। এর আওতায় ১২৫ শতাংশ পর্যন্ত আরোপিত শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হচ্ছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মাদক ফেন্টানিল সংক্রান্ত ২০ শতাংশ শুল্ক বহাল থাকছে।

এই ঘোষণার ফলে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে গেছে এবং ডলার অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে শক্তিশালী হয়েছে, যার ফলে ইউরো ২০২৫ সালের সবচেয়ে খারাপ দিনের মুখোমুখি হতে যাচ্ছে। এই সাময়িক চুক্তিকে বিশ্লেষকরা বাণিজ্য উত্তেজনা প্রশমনে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন, যা ভবিষ্যতের দীর্ঘমেয়াদি সমঝোতার পথ তৈরি করতে পারে।
সূত্র : দ্য টেলিগ্রাফ

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিদেশে চিকিৎসার জন্য নেওয়া যাবে ১৫ হাজার ডলার May 12, 2025
img
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের দীর্ঘমেয়াদি সমাধানে ৯০ দিন যথেষ্ট? May 12, 2025
img
ওয়ানডের ৫৪ বছরে ক্লোয়ি টাইরনের এই কীর্তি আগে করেনি কেউই May 12, 2025
img
আমাদের সাংবাদিকদের ভয়াবহ রকমে ঠকানো হয় : প্রেসসচিব May 12, 2025
img
ঈদে পুঁজিবাজার বন্ধ থাকবে ১০ দিন, খোলা থাকবে আগামী ২ শনিবার May 12, 2025
img
বিয়ের দাবিতে অনশন, তরুণীকে মারধরের অভিযোগ May 12, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর নাম জুলাই ফাউন্ডেশনের অনুদানের তালিকায় May 12, 2025
img
এখনো সুস্থ অনুভব করছি না, দু-এক দিন সময় লাগবে : তটিনী May 12, 2025
img
পারভেজ হত্যায় রিমান্ড শেষে কারাগারে টিনা May 12, 2025
img
পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা May 12, 2025