করাচি নামের বেকারি ভাঙচুর করল বিজেপি সমর্থকরা

ভারতের হায়দ্রাবাদে অবস্থিত করাচি বেকারিতে ভাঙচুর চালিয়েছে বিজেপির সমর্থকরা। ভারত-পাকিস্তান সম্পর্কের মধ্যবর্তী উত্তেজনার প্রেক্ষাপটে, এ হামলা ঘটে। বেকারির নাম পরিবর্তন করার দাবিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেলেঙ্গানার পুলিশ। ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে গত শনিবার দুপুরে ওই হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম দ্য ওয়ায়ার এর রিপোর্ট অনুযায়ী, বিজেপি কর্মীরা ঘটনার সময় পাকিস্তানি পতাকা পদদলিত করে এবং পাকিস্তান বিরোধী স্লোগান দেয়। তারা বেকারির সাইনবোর্ডে বিশেষ করে ‘করাচি’ শব্দটিকে লক্ষ্য করে, লাঠি দিয়ে আঘাত করে।

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই হামলায় ২৬ জন নিহত হন।

ভারত কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর এই দায় চাপায়। তবে পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এর পরেই, ভারত পাকিস্তানে ড্রোন হামলা চালায়, যার ফলে কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারায়। পাকিস্তানও পাল্টা হামলা চালায়।

অবশেষে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা কে. বালরাজু দ্য ওয়ায়ার-কে বলেন, ‘কিছু বিজেপি কর্মী দুপুর ৩টার দিকে শামশাবাদ করাচি বেকারির সামনে হাজির হয়। তারা স্লোগান দেয় এবং বেকারির নাম নিয়ে অভিযোগ তোলে। তারা সাইনবোর্ড নষ্ট করার চেষ্টা করে।’ তিনি আরো বলেন, হামলাকারীদের আটক করা হলেও পরে মালিকের অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়।

দ্য ওয়্যারের মতে, বেকারিটি ১৯৫৩ সাল থেকে হায়দ্রাবাদের একটি বিখ্যাত প্রতিষ্ঠান। ভারতজুড়ে চালু রয়েছে এই বেকারি। বেকারি ম্যানেজার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কে জানান, ‘আমরা একটি ভারতীয় প্রতিষ্ঠান। আমাদের পাকিস্তানি হিসেবে চিহ্নিত করা যাবে না।’

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ