ইমরান খানের মুক্তিতে ট্রাম্পের সহায়তা চাইলেন দুই পুত্র

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি অবস্থা নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই পুত্র—কাসিম ও সুলেমান। সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন তারা।

ইমরান খানের গ্রেফতারের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন দুই ভাই। কাসিম খান বলেন, আমরা কখনো কল্পনাও করিনি যে আমাদের বাবা এত দীর্ঘ সময় ধরে কারাগারে থাকবেন। পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। আমাদের হাতে এখন খুব কম অপশন আছে, তাই আমরা মনে করি জনসমক্ষে কথা বলার সময় এসেছে।

তারা অভিযোগ করেন, ইমরান খান কারাগারে অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং তার মৌলিক মানবাধিকার পর্যন্ত লঙ্ঘন করা হচ্ছে। কাসিম শঙ্কা প্রকাশ করে আরও বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে কিছু অভিযোগের সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

তাদের ভাষ্য অনুযায়ী, এখন তারা আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে ইমরান খানের মুক্তির পথ খুঁজছেন এবং এজন্য সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। কাসিম বলেন, এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ট্রাম্পের চেয়ে উপযুক্ত আর কে হতে পারে? আমরা আমেরিকার প্রেসিডেন্টের কাছে সাহায্য চাইছি।

তিনি আরও বলেন, আমরা আইনি পথে যা যা করা সম্ভব, সব করেছি। বাবার মুক্তির জন্য এবং পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। আমি মনে করি না, তিনি কখনো নিজের মুক্তির বিনিময়ে কোনো আপস করবেন।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর May 15, 2025
img
গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার : প্রেসসচিব May 15, 2025
img
ফের পিএসএল থেকে খেলোয়াড় ছিনিয়ে আনল আইপিএল May 15, 2025
img
শিগগিরই সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে: প্রেস সচিব May 15, 2025
img
আমিরের বিরুদ্ধে চুরির অভিযোগ নেটিজেনদের! May 15, 2025
img
কোনো সংগঠনে যুক্ত না থাকার দাবি উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারা সেই শিক্ষার্থীর May 15, 2025
img
দাবি পূরণ না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা May 15, 2025
img
তাপপ্রবাহ নিয়ে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস May 15, 2025
img
পিএসএল খেলার ছাড়পত্র চাইলেন সাকিব May 15, 2025
img
বিশ্বব্যাংক থেকে ৩২৮০ কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ May 15, 2025