ভারতের বয়কটের ডাককে গুরুত্ব দিল না আজারবাইজান

ভারতের বয়কট হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন আজারবাইজানের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস-এর প্রধান ড. আহমেদ শাহীর ওগলু। পাকিস্তানের প্রতি আজারবাইজানের সমর্থনের জেরে নয়াদিল্লির ক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তিনি বলেন, ‘ভ্রাতৃত্বের মূল্যে কখনও আপস করা যায় না।’

বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

এক্স-এ (সাবেক টুইটার) দেয়া বার্তায় ড. ওগলু বলেন, ‘যারা আজারবাইজানকে ভ্রমণ নিষেধাজ্ঞা ও বয়কটের মাধ্যমে হুমকি দিতে চাইছেন, তাদের ইতিহাস ভালো করে পড়া উচিত! এই জাতি কখনও চাপের কাছে মাথানত করেনি। আমরা ন্যায়সংগত লড়াইয়ে আমাদের ভাই পাকিস্তানের পাশে আছি, এবং কোনো রাজনৈতিক হুমকিই আমাদের অবস্থান বদলাতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আজারবাইজান কখনও নিজের স্বার্থে ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। প্রতিটি বয়কট আমাদের আরও শক্তিশালী করে তোলে। আমরা এমন এক জাতি, যারা নিজেদের অর্থনীতি ও রাজনৈতিক স্বাধীনতা একযোগে রক্ষা করে।’

ভারতের কিছু পর্যটন সংস্থা ও লবি আজারবাইজানের বিরুদ্ধে বয়কট এবং নিষেধাজ্ঞার ডাক দেওয়ার পরই এই মন্তব্য করেন ড. ওগলু। তিনি বলেন, ‘সম্ভবত ভ্রমণ ও চাল রপ্তানির ক্ষেত্রে সাময়িক প্রভাব পড়বে, কিন্তু সম্মান ও ভ্রাতৃত্ব চিরন্তন। পাকিস্তান যদি আমাদের পাশে না দাঁড়াত, তবে আমরা নিজেদের মুখোমুখি হতে পারতাম না। আজারবাইজান কখনও ভ্রাতৃত্ব বিক্রি করে না!’

এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তানের প্রতি আজারবাইজানের প্রকাশ্য সমর্থনের জেরে ভারতীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম লাইভমিন্ট জানিয়েছে, আজারবাইজান ও তুরস্কে ভারতীয় পর্যটকদের বুকিং ৫০ শতাংশ কমে গেছে এবং আগের বুকিংগুলোর ২৫০ শতাংশ বাতিল হয়েছে।

মেক মাই ট্রিপ সূত্রে জানা গেছে, আজারবাইজান ও তুরস্কগামী নতুন বুকিং ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে ইজিমাই ট্রিপ এবং ইক্সিগো-এর মতো ট্রাভেল প্ল্যাটফর্মগুলো ওই দুই দেশে ভ্রমণ সংক্রান্ত সমস্ত সেবা স্থগিত করেছে। ভারতের জাতীয়তাবাদী মনোভাবের সঙ্গে সংহতি জানিয়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
মুক্তি পেল শাওকীর ‘গুলমোহর’ May 15, 2025
img
কয়েক মাসে দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া:ড.আসিফ নজরুল May 15, 2025
img
ঢাবির মুরুব্বিয়ানা বন্ধ করতে হবে: ইনকিলাব মঞ্চ May 15, 2025
img
আওয়ামী লীগের কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল May 15, 2025
img
বাবার ছবি দিয়ে আবদুল হামিদের ছেলের পোস্ট, যা লিখলেন May 15, 2025
img
দেশের সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস May 15, 2025
img
সোহরাওয়ার্দী উদ্যান গেটে দেয়াল, আলাদা হচ্ছে টিএসসি May 15, 2025
img
ক্রেতা সেজে দিনদুপুরে যেভাবে কোটি টাকার স্বর্ণ চুরি করলেন ৫ নারী! May 15, 2025
img
প্যান-ইন্ডিয়া প্রজেক্টে দীপিকার প্রত্যাবর্তন, প্রভাসের বিপরীতে ‘স্পিরিট’-এ অভিনয় নিশ্চিত May 15, 2025
img
‘মোদি, আমাদের জ্ঞান দিও না’ বলে কড়া বার্তা শাহবাজ শরিফের May 15, 2025