‘ভারতের নিশানার মধ্যে পুরো পাকিস্তান’

ভারতের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি’কুনহা দাবি করেছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে।

পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তিনি ভারতের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার (১৯ মে) এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডি’কুনহা দাবি করেন, “পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের হামলার আওতায়। ওরা যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখাওয়া-তে সরিয়েও নেয়, তাহলেও ওদের অতল গহ্বরে আশ্রয় নিতে হবে।”

জেনারেল ডি’কুনহা বলেন, “ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত হানা সম্ভব। সীমান্ত হোক বা দেশের (ভারতের) অভ্যন্তর থেকে—ভারত যেকোনও জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত।”

ডি’কুনহা দাবি করেন, “আমাদের প্রধান কাজ হলো দেশের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করা। শত্রুপক্ষ যেসব হামলা চালাতে চেয়েছিল জনবসতিপূর্ণ অঞ্চল বা সেনানিবাসের ওপর—সেগুলোর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলা আমাদের বড় অর্জন।”

তিনি আরও দাবি করেন, সেনানিবাসে বহু সেনা, অফিসার ও তাদের পরিবার থাকেন। ড্রোন হামলার আশঙ্কায় তারা আতঙ্কিত ছিলেন। এই অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সেনা, তাদের পরিবার এবং গোটা দেশ গর্বিত।

প্রসঙ্গত, গত ৬ ও ৭ মে রাতে ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। জবাবে পাকিস্তান দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানায়। এই পাল্টা হামলায় পাকিস্তানের বিমানবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। যার মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট। এছাড়া অন্য দুটি মিগ-২৯ এবং এসইউ-৩০ যুদ্ধবিমান।

এছাড়া ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ ফাইটার জেটও ভূপাতিত করেছিল পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেন। এতে করে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়ায় ৬টিতে।

গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিশ্চিত করেন— পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) কাশ্মীরের পামপুর এলাকায় গত ৬-৭ মে রাতে ভারতের আরেকটি যুদ্ধবিমান — মিরাজ ২০০০ — ভূপাতিত করেছিল। এ নিয়ে মোট ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করার কথা জানায় পাকিস্তান।

উল্লেখ্য, টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন।

উভয়পক্ষের নানা প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের মাঝে উত্তেজনার পারদও কমে এসেছে অনেকটাই।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাগেরহাটে মাদরাসাছাত্রকে হত্যার অভিযোগে গ্রেফতার দুই শিক্ষার্থী May 20, 2025
img
বনে দেখা, ঘরে বাণিজ্য: কালো সিপাহি মাছির অভাবনীয় উপকারিতা May 20, 2025
img
অবিশ্বাস্য হারের পর যা বললেন বাংলাদেশ দলের প্রধান কোচ May 20, 2025
img
রাজবাড়ীতে পুলিশের এসআইয়ের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১ May 20, 2025
img
নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রসঙ্গে যা বললেন পিনাকী May 20, 2025
img
১০০০ ফিলিস্তিনিকে বিনা খরচে হজ করাবে সৌদি May 20, 2025
img
সৌদি প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা রিয়াদের বাংলাদেশ দূতাবাসের May 20, 2025
img
মাসে যত খরচ হবে স্টারলিংকের দুই প্যাকেজে May 20, 2025
img
স্পেনে প্রায় চার লাখ অভিবাসী পেতে পারেন বৈধতার সুযোগ May 20, 2025
img
সমর্থকদের শিষ্টাচার বজায় রাখার আহ্বান ইশরাক হোসেনের May 20, 2025
img
বাবা হলেন নির্মাতা কাজল আরেফিন অমি May 20, 2025
img
শেরপুরে নদীর পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটার ওপরে, বন্যার আশঙ্কা May 20, 2025
img
লিভারপুলের বিপক্ষে ব্রাইটনের নাটকীয় জয় May 20, 2025
img
গাজীপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার May 20, 2025
img
সংগীতশিল্পী নোবেল গ্রেফতার May 20, 2025
img
মিরসরাইয়ে রোগী দেখে ফেরার পথে সড়কে নিহত পল্লী চিকিৎসক May 20, 2025
img
আইপিএলে দ্রুততম ১৫০ উইকেটের রেকর্ড হার্শাল প্যাটেলের May 20, 2025
img
৩ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পিসিবিকে প্রস্তাব বিসিবির May 20, 2025
img
বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা May 20, 2025
img
তার্কিশ এয়ারলাইন্সের সেই প্লেনের ইঞ্জিনে কী ঘটেছিল? May 20, 2025