দুর্নীতির অভিযোগে আইসিসি’র প্রধান কৌঁসুলি করিম খান ছুটিতে

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে আচরণগত অনিয়মের অভিযোগে তদন্ত চলাকালীন ছুটিতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আদালতের পরিচালনাকারী সংস্থা, অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিজ (এএসপি)।

করিম খান বর্তমানে যৌন হয়রানির একটি অভিযোগের মুখোমুখি, যার তদন্ত করছে জাতিসংঘের একটি বহিঃস্থ সংস্থা— যা ইউএন অফিস অব ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস নামে পরিচিত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।

আইসিসি জানিয়েছে, করিম খানের অনুপস্থিতিতে ডেপুটি কৌঁসুলি নাজহাত শামীম খান এবং মামে মানদিয়ায় নিয়াং কৌঁসুলির দায়িত্ব গ্রহণ করেছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, ডেপুটি কৌঁসুলিরা নিশ্চিত করতে চান যে অফিসের কাজকর্মে ধারাবাহিকতা বজায় থাকে এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো গুরুতর অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচারকাজ ব্যাহত না হয়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইসরাইলের প্রেক্ষাপট-

গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন আইসিসি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে করিম খান ছিলেন একমাত্র কর্মকর্তা যার নাম প্রকাশ্যে আসে। বিশেষ করে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা চাওয়ার পর থেকেই করিম খানের বিরুদ্ধে চাপে আসে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পরই আইসিসি ও সহযোগী কর্মকর্তাদের ওপর ভিসা ও আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে করিম খানসহ অন্য দেশীয় ব্যক্তিদেরও লক্ষ্যবস্তু করা হয়, যারা আইসিসি’র মাধ্যমে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে তদন্তে সহায়তা করেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার কারণে খান তার অফিসিয়াল মেইল (যা মাইক্রোসফট হোস্ট করতো) ব্যবহারে অক্ষম হয়ে পড়েন এবং বিকল্প হিসেবে সুইজারল্যান্ডভিত্তিক প্রোটন মেইল ব্যবহার শুরু করেন।

এছাড়াও, আইসিসির গুরুত্বপূর্ণ কিছু তদন্ত কার্যক্রম—যেমন সুদানে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত—ব্যাহত হয়েছে বলে জানিয়েছে এপি। ছয়জন সিনিয়র কর্মকর্তা পদত্যাগ করেছেন নিষেধাজ্ঞার ভয়ে।

তবে আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আদালতের কাজ সব পরিস্থিতিতে অব্যাহত রয়েছে।

রয়টার্সের হাতে আসা এক চিঠিতে করিম খান জানান, তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যালয়ের বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থে তিনি স্বেচ্ছায় কিছুদিন দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি লেখেন, এই সিদ্ধান্ত আমার পক্ষ থেকে আদালতের মর্যাদা, স্বচ্ছতা ও তদন্ত প্রক্রিয়ার প্রতি গভীর দায়িত্ববোধ থেকে এসেছে।

তার আইনজীবীরা জানিয়েছেন, খান পদত্যাগ করেননি এবং সে রকম কোনো পরিকল্পনাও নেই। তারা আরও বলেন, গণমাধ্যমে যেভাবে বিষয়টি আলোচিত হচ্ছে, তা তার কাজকে প্রভাবিত করছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
শাহজাদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১০ May 20, 2025
img
নগর ভবনের সামনে ইশরাকের অনুসারীদের ষষ্ঠ দিনের মতো অবস্থান May 20, 2025
img
নেতানিয়াহুর দেশকে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার ‘কঠোর হুঁশিয়ারি’ May 20, 2025
img
নজরুল কনসার্টে গাইবে দশ ব্যান্ড May 20, 2025
img
সিইসির সঙ্গে বৈঠকে বিপ্লবী গণজোট May 20, 2025
img
ঈদে যেসব রুটে চলবে বিআরটিসির বাস May 20, 2025
img
বাগেরহাটে মাদরাসাছাত্রকে হত্যার অভিযোগে গ্রেফতার দুই শিক্ষার্থী May 20, 2025
img
বনে দেখা, ঘরে বাণিজ্য: কালো সিপাহি মাছির অভাবনীয় উপকারিতা May 20, 2025
img
অবিশ্বাস্য হারের পর যা বললেন বাংলাদেশ দলের প্রধান কোচ May 20, 2025
img
রাজবাড়ীতে পুলিশের এসআইয়ের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১ May 20, 2025
img
নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রসঙ্গে যা বললেন পিনাকী May 20, 2025
img
১০০০ ফিলিস্তিনিকে বিনা খরচে হজ করাবে সৌদি May 20, 2025
img
সৌদি প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা রিয়াদের বাংলাদেশ দূতাবাসের May 20, 2025
img
মাসে যত খরচ হবে স্টারলিংকের দুই প্যাকেজে May 20, 2025
img
স্পেনে প্রায় চার লাখ অভিবাসী পেতে পারেন বৈধতার সুযোগ May 20, 2025
img
সমর্থকদের শিষ্টাচার বজায় রাখার আহ্বান ইশরাক হোসেনের May 20, 2025
img
বাবা হলেন নির্মাতা কাজল আরেফিন অমি May 20, 2025
img
শেরপুরে নদীর পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটার ওপরে, বন্যার আশঙ্কা May 20, 2025
img
লিভারপুলের বিপক্ষে ব্রাইটনের নাটকীয় জয় May 20, 2025
img
গাজীপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার May 20, 2025