প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে ইসরায়েল : এহুদ ওলমার্ট

ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, ইসরায়েল প্রতিদিন গাজা ও পশ্চিম তীরে যুদ্ধাপরাধ করছে। তিনি দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। গাজায় যুদ্ধাপরাধের ঘটনা নতুন কিছু নয় বলেও তিনি জানান। বুধবার (২১ মে) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

কান নিউজ-কে দেওয়া ওই সাক্ষাৎকারে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেন, “গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে—এটি নতুন কিছু নয়। কিন্তু পশ্চিম তীরেও প্রতিদিন ইসরায়েলিরা এমন অপরাধ করছে, যেখানে পুলিশ বা সেনাবাহিনী হস্তক্ষেপ করে না, বরং অনেক সময় চোখ বুজে থাকে।”

ওলমার্ট ইসরায়েলের বর্তমান ডানপন্থি সরকারের নেতাদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের সেই বক্তব্যকে ‘গণহত্যার আহ্বান’ হিসেবে আখ্যা দেন, যেখানে তিনি (স্মোটরিচ) উত্তর পশ্চিম তীরের হুওয়ারা গ্রামটি পুড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ওলমার্ট বলেন, “যদি কেউ গ্রাম পুড়িয়ে দেওয়ার ডাক দেয়, সে মূলত গণহত্যারই ডাক দিচ্ছে।”

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ওলমার্ট বলেন, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ কোনও সুনির্দিষ্ট লক্ষ্যহীন রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধ গাজায় আটক থাকা বন্দিদের ফিরিয়ে আনবে না বরং আরও ইসরায়েলি সেনার প্রাণহানি ঘটাবে।

ইসরায়েলের হিসাব অনুযায়ী, গাজায়িএখনও ৫৮ জন ইসরায়েলি বন্দি রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হয়। হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের অভিযানে প্রায় ২৫০ জনকে আটক করে গাজায় নেওয়া হয়েছিল, যাদের অনেককে পরে মুক্তি দেওয়া হয়।

এদিকে, ১০ হাজারের বেশি ফিলিস্তিনি এখনও ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন। ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর মতে, এসব বন্দিকে নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

ওলমার্ট আরও বলেন, “পশ্চিম তীরের সামারিয়া কাউন্সিলের প্রধান যখন গণহত্যার ডাক দেয় কিংবা কোনো মন্ত্রী যখন বলে, ‘গাজায় একটি শিশুকেও বাঁচিয়ে রাখা যাবে না’—তখন আর কেউ বিস্মিত হয় না। এটা কতটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে, তা সরকার অনুধাবন করতে পারছে না।”

তিনি আরও বলেন, “সরকারের সামরিক নীতির জন্যই বহু নিরীহ মানুষ মারা যাচ্ছে।”

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা চালিয়ে আসছে, যাতে এখন পর্যন্ত প্রায় ৫৩ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে সতর্কতা জারি May 22, 2025
img
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে:ইউজিসি চেয়ারম্যান May 22, 2025
img
বাস্তবায়নযোগ্য সংস্কার নিয়ে মন্ত্রণালয়গুলোর মতামত চাইলো উপদেষ্টা পরিষদ May 22, 2025
img
শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল May 22, 2025
img
বিভাজনমূলক বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত: মাহফুজ আলম May 22, 2025
img
কর্মসূচি সমাপ্ত ঘোষণা করল ছাত্রদল May 22, 2025
img
আগে উপস্থাপনা শিল্প বলে গণ্য হলেও এখন তা সার্কাস: পায়েল May 22, 2025
img
একদিনে ১৮ জনকে পরীক্ষা করে ৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাস May 22, 2025
img
ঈদযাত্রার ট্রেন: ২ জুনের অগ্রিম টিকিট মিলবে শুক্রবার May 22, 2025
img
গ্রাহক পর্যায়ে আরও কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম May 22, 2025
img
যুক্তরাষ্ট্রকে বিলাসবহুল বিমান উপহার দিল কাতার May 22, 2025
img
ঐশ্বরিয়ার শাড়িতে কয়েক কোটি মূল্যের কি কি গহনা ছিল May 22, 2025
img
জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীর ৪ বাঁধ অপসারণ May 22, 2025
রাস্তা না নদী? অল্প বৃষ্টিতেই ডুবলো শহর! May 22, 2025
img
৪ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে এনবিআর কর্মকর্তাদের স্মারকলিপি May 22, 2025
ইশরাকের শপথ ইস্যুতে রিট খারিজ, উচ্চ আদালতে আপিল করা হবে: আইনজীবী May 22, 2025
ইশরাককে মেয়র ঘোষণার দাবি গণ অধিকার পরিষদের May 22, 2025
ভিক্ষুক না, অভিনয়শিল্পী-চলছে প্রতারণার নাটক!" May 22, 2025
সড়কে ইশরাক সমর্থকদের উল্লাস, ২ উপদেষ্টার পদত্যাগ দাবি May 22, 2025
img
আগামী ৩১ মে ঢাকা সফরে আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী, সঙ্গে বিশাল প্রতিনিধি দল May 22, 2025