ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের মীমাংসা তিনি-ই করেছেন—ফের এমন দাবি করলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার ওভাল অফিসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে সাক্ষাৎকালে ট্রাম্প বলেন, “আমরাই ভারত-পাকিস্তানের মধ্যে চলা সাম্প্রতিক বিরোধের মীমাংসা করেছি। এবং তা সম্ভব হয়েছে বাণিজ্যের মাধ্যমে।”
ট্রাম্পের দাবি, ভারত ও পাকিস্তানের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তির মাধ্যমেই দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়েছে। তাঁর কথায়, “কাউকে না কাউকে তো গুলি থামাতেই হত। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছিল। গোলাগুলি বাড়ছিল। তখনই আমরা দুই দেশের সঙ্গে কথা বলি। বলার দরকার না হলেও বলছি—শেষমেশ আমরাই পুরো বিষয়টির মীমাংসা করেছি।”
পাকিস্তান ও ভারতের নেতৃত্বের প্রশংসাও করতে ভোলেননি তিনি। ট্রাম্প বলেন, “পাকিস্তানে অনেক চমৎকার মানুষ ও অসাধারণ নেতা রয়েছেন। আর ভারত তো আমাদের বন্ধু—মোদী! তিনি একজন মহান ব্যক্তি।”
এ সময় সিরিল রামাফোসাও বলেন, “মোদী আমাদের দু’জনেরই বন্ধু।”
প্রসঙ্গত, ৭ মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। এরপর থেকে পাল্টা হামলায় উত্তপ্ত হতে থাকে ভারত-পাক সীমান্ত। ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হলেও, তার আগেই ট্রাম্প দাবি করেন, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আমেরিকার ভূমিকা। এমনকি, কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতারও আগ্রহ প্রকাশ করেন তিনি।
হোয়াইট হাউস থেকেও তখন ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে তাঁকে ‘শান্তির দূত’ আখ্যা দেওয়া হয়।
এসএন